E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী ও মহা-সমাবেশ অনুষ্ঠিত

২০১৬ জুলাই ২৮ ১৮:০২:৩৯
নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী ও মহা-সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : বৃহষ্পতিবার বেলা ১১টায় নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী ও মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে নওগাঁ পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এই মহা-সমাবেশের আয়োজন করা হয়। এই মহা-সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশের শুরুতেই জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদককে প্রতিহত করে একটি সুন্দর জাতি গঠনের অঙ্গিকার ব্যক্ত করে শপথগ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার এই শপথ বাক্য পাঠ করান। পৌর কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কমিটির উপদেষ্টা পৌর মেয়র মোঃ নজমুল হক সনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, জেলা পুলিশিং কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ মোহসিন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামিউল আলম, পুলিশিং কমিটির উপদেষ্টা নির্মলকৃষ্ণ সাহা, জালাল হোসেন, মাদক বিরোধী সামাজিক আন্দোলনের সম্পাদক ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান, পুলিশিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে শরিফুল ইসলাম শরীফ, প্রদীপ কুমার সরকার, নাফিউল ইসলাম কেতন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগB নিজ ধর্মের প্রতি সঠিক অনুশাসন মেনে চলা, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, যারা ধর্মের নামে মানুষ হত্যার মত জঘন্য অপরাধে লিপ্ত তাদেরকে ঘৃনা ও প্রতিহত করার আহবান জানান।
সমাবেশে জেলার ইমাম, মোয়াজ্জিন. আলেম, ওলামাবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন। এর আগে স্থানীয় নওজোয়ান মাঠ থেকে একটি বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তি কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এদিন রানীনগরেও ইমাম সমিতির আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়।

(বিএম/এএস/জুলাই ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test