E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুৎ চুরির অভিযোগে ৬ গ্রাহককে জরিমানা

২০১৪ জুন ০৯ ২০:৪৬:০৬
বিদ্যুৎ চুরির অভিযোগে ৬ গ্রাহককে জরিমানা

গাজীপুর প্রতিনিধি : মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৬ গ্রাহককে ৫ লাখ ৪২ হাজার ১১৮ টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল ) মো. খালেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে, মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করার অপরাধে গাজীপুর মহানগরের নগপাড়া এলাকার মিজানুর রহমানকে ১ লাখ ৭৭ হাজার ৬৩৮ টাকা, আসাদুজ্জামান মাস্টারকে ৬৯ হাজার ১৫ টাকা, মো. শাহ আলমকে ১৩ হাজার ২০৪ টাকা ও আবুল বাশারকে ২৮ হাজার ৯০৬ টাকা, আউটপাড়া গ্রামের সখিনা খাতুনকে ৯২ হাজার ৪২৩ টাকা এবং বাড়িয়ালী গ্রামের ইঞ্জাত আলীকে ১ লাখ ৭ হাজার ৯৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মোট ৬টি মামলা করা হয়েছে।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test