E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার উপজেলা সদরকে পৌরসভা করার প্রসেস প্রক্রিয়াটি ফাইল বন্দি!

২০১৬ জুলাই ২৯ ১৭:৩৯:১২
সাপাহার উপজেলা সদরকে পৌরসভা করার প্রসেস প্রক্রিয়াটি ফাইল বন্দি!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা শহরটি এখন আধুনিকতার ছোঁয়া লেগে পৌর সভায় রুপান্তরিত হওয়ার অপেক্ষায় রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হলেও শুধুমাত্র স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের গাফিলতির কারণে তা ফাইল বন্দি হয়ে রয়েছে এখনো।

নওগাঁর সাপাহার থানা মুলত পোরশা থানার অধীনেই ছিল। স্বাধীনতা পর ১৯৮৩ সালের দিকে পোরশা থানা থেকে সাপাহার মানোন্নীত থানা পরে উপজেলা ঘোষণা হলেও উপজেলাবাসীর একাগ্রতা ও একনিষ্ঠতা এবং বেশ কিছু প্রশানিক কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় উপজেলাটি দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে গিয়ে জেলার ১১ উপজেলার মধ্যে প্রথম কাতারে স্থান করে নিয়েছে এই উপজেলা। শিক্ষার দিক থেকে ইতোমধ্যেই উপজেলাটি জেলায় প্রথম ও বিভাগীয় ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বর্তমানে উপজেলা সদরেই রয়েছে ৩টি কলেজ, ৫টি হাইস্কুল, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি কিন্ডার গার্টেন সহ ছোট বড় মোট ২০টির মত শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা নগরী ও ব্যবসা কেন্দ্র হিসেবে উপজেলটি গড়ে ওঠায় বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে এসে বসবাস করায় বিশাল এলাকা নিয়ে বিস্তীর্ন হয়ে গড়ে উঠেছে একটি মিনি শহর। ইতোমধ্যেই সদরে প্রায় ২৫হাজার জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা কেন্দ্রের দিক থেকে উপজেলা শহরটি একটি আধুনিক পৌর সভা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সদর ও সদরের কোল ঘেষে ১, ২,ও ৪নং ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় ১৪/১৫হাজার।

স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার উপজেলাটির সার্বিক উন্নয়নে স্বচেষ্ট হয়ে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা শহরটি পৌর সভায় রুপান্তরিত করার সার্বিক প্রসেস তৈরীর নির্দেশ দেন। এমপির এমন আদেশ শুনে উপজেলাবাসী আন্তরিকভাবে খুশির জোয়ারে ভাসলেও একে একে কয়েকজন ইউএনও বদলী হওয়ার পরেও সাপাহার উপজেলা শহরটিকে পৌর সভা করার প্রসেস প্রক্রিয়টি এখনও ফাইল বন্দি হয়ে রয়েছে। ফলে সাপাহার সদরটি এখন পৌর সভায় রুপান্তর হওয়া সময়ের ব্যাপার হলেও প্রশাসনিক কর্মকর্তাদের গাফিলতির কারণে তা বিলম্বিত হচ্ছে। সাপাহারবাসী অনতি বিলম্বে সাপাহারকে পৌর সভা ঘোষনা করে এখানকার জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আবেদন জানিয়েছে।

(বিএম/এএস/জুলাই ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test