E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর রজয়পুর গ্রামে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

২০১৬ জুলাই ২৯ ১৭:৪৩:০৫
নওগাঁর রজয়পুর গ্রামে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার অবহেলিত হিন্দু পল্লী রজয়পুর গ্রামের শিক্ষার্থীরা গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় শুক্রবার সকালে কর্দমাক্ত রাস্তার ওপর ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানালো। এ গ্রামে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী ১শ’ পরিবার বসবাস করায় গ্রামটি হিন্দু পল্লী হিসেবেই এলাকার লোকজনের মাঝে পরিচিত।

এ গ্রামে প্রায় ৩ শতাধিক মানুষের বসবাস। গ্রামের মধ্যদিয়ে তাদের চলাচলের একমাত্র মাটির রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে প্রতিবছরের ন্যায় চলতি বর্ষা মৌসুমেও হাটু-সমান কাদা-পানি জমে গেছে রাস্তায়। এতে গ্রামে বসবাসকারী পরিবার গুলোর সদস্যদের পাশাপাশি পার্শ্ববর্তী পাতনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাট-চকগৌরী উচ্চ-বিদ্যালয়ে পড়ুয়া অন্তত ৭০ জন শিক্ষার্থী চরম দূর্ভোগের মধ্যেদিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। স্থানীয় ইউপি মেম্বার, চেয়ারম্যান, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, এমপি কারোই যেন ভ্রুক্ষেপ নেই রাস্তাটির দিকে।

শুধুমাত্র ভোটের সময় তারা আসেন ওই গ্রামের মানুষের কাছে। অন্যসময় গ্রামের মানুষরাই তাদের কাছে ধরনা দিলেও গ্রামবাসীর কথা শোনার মত যেন তাদের সময় নেই। বর্ষা মৌসুমে গ্রামের মানুষের পাশাপাশি কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারেনা ওই কাদা-পানির রাস্তা দিয়ে। আর তাই ওই গ্রামের শিক্ষার্থীরা শুক্রবার সকালে গ্রামের একমাত্র রাস্তার ওপর ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালো । সেই সঙ্গে রাস্তাটি সংস্কারের দাবি জানালো সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে।

ওই গ্রামের প্রবীন ব্যক্তি বিজয় মন্ডল (৭০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘এ গ্রামে শুধু আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করি বলেই হয়তোবা আমাদের চলাফেরা করার একম্ত্রা রাস্তাটি সস্কারের জন্য কেউ উদ্যোগ নিচ্ছেননা। এসময় গ্রামের পরেশ চন্দ্র হাজরা, শষ্ঠি চন্দ্র মন্ডল ও বিফল চন্দ্রসহ বেশকিছু লোকজন জানালেন, আমরা বছরের পর বছর ধরে হাটু-সমান কাদার ওপর দিয়ে চরম দুর্ভোগের মধ্যে চলাফেরা করলেও কাদা নিরসনে এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা এগিয়ে আসেননি।

গ্রামের শিক্ষার্থীরা রাস্তার ওপর ধানের চারা রোপন করেএই প্রতিবেদককে জানায়, আমরা এ কাদার মধ্যদিয়ে কিভাবে স্কুলে যাব? আমরা এ কাদা দুর্ভোগের হাত থেকে মুক্তি চাই আমাদের দুর্ভোগ থেকে মুক্তির ব্যবস্থা করুন আপনারা? তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার দাবি করেছে।

(বিএম/এএস/জুলাই ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test