E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর পত্নীতলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মহা সমাবেশ

২০১৬ জুলাই ৩০ ১৮:০৩:১১
নওগাঁর পত্নীতলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মহা সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ ও মাদক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘোষনগর ইউনিয়ন কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও অত্র ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ শান্তির ধর্ম ইসলামের সুনাম ক্ষুন্ন করছে।

জঙ্গিগোষ্ঠী যুব সমাজকে বিভিন্নভাবে মগজ ধোলাই করে ধর্মের নামে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। কোন ধর্মই সন্ত্রাস ও জঙ্গীবাদের মত জঘন্য কাজকে সম্মতি দেয় না। সব ধর্মই সমাজে শান্তি চায়। হানাহানি রক্তপাত কোন ধর্মেরই কাম্য নয়। যারা এসব অপকর্মে লিপ্ত তারা দেশ ও জাতির শক্র। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পত্নীতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকন্দ মো. ফয়সাল আহম্মেদ, পত্নীতলা উপজেলা আওয়ীলীগের সভাপতি আলহাজ্ব ইসাহাক হোসেন, উপজেলা আওয়ীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ আজিম উদ্দীন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আমাইড় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, গগনপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মাহতাব উদ্দীন, গগনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী প্রমুখ।

(বিএম/এএস/জুলাই ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test