E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ০২ ১৮:৫৮:২৩
মাগুরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায়  কমিটির সভাপতি জেলা প্রশাসক মহাবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল লাইলা জলি এমপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগন ঐক্যবদ্ধ রয়েছে। আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অন্তত্য আন্তরিকতার সাথে কাজ করছে। এর পাশাপাশি পাড়ায় মহল্লাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি,ইসলামের আলোকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারনা আরো গতিশীল করতে জেলা ইসলামিক ফাউন্ডেশনসহ ইমাম ও পুরোহিতদের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম এসহান উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গির আলম বাচ্চু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধ আবু নাসির বাবলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রইস উদ্দিন প্রমুখ।

সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে পারিবারিক বন্ধণ দৃঢ় রাখা, সন্তানদের প্রতি নজর রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও আচরণ লক্ষ্য করা, নীতি নৈতিকতাসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞদের নিয়ে কমিটি গঠন, মসজিদ মন্দিরে জঙ্গি বিরোধী প্রচারণা এবং প্রতিটি পাড়ায় মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন ও এর কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন সরকারি নির্দেশনা বস্তবায়নের আহবান জানানো হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও ইমামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/আগস্ট ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test