E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীতে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সভা

২০১৬ আগস্ট ০২ ২১:২৩:২০
বদলগাছীতে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সভা

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও ইমামদের সমন্বয়ে উপজেলা কমিউনিটি সেন্টারে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের সভাপতিত্ব করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে কতিপয় পথভ্রষ্ট, শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যাকারী ব্যক্তি-গোষ্ঠী ইসলাম প্রতিষ্ঠার নামে তরুণ-যুবসমাজকে ভুল তথ্য দিয়ে ভ্রান্তপথে পরিচালিত করে “জঙ্গীবাদ” সৃষ্টির মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভুমিকে রক্তাক্ত করছে।

আন্তর্জাতিক পরিমন্ডলে স্বাধীন, সার্বভৌম, শান্তিকামী মানুষের প্রিয় দেশ বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করছে। উক্তরুপ পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে সকলকেই দেশের ইতিহাস-ঐতিহ্য বুকে লালন করে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয়, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করণের মাধ্যমে ঐক্যমত সৃষ্টি করে সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজন। তিনি সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ছাত্র-শিক্ষককে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে কাজ করার আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরী, ইউএনও হোসাইন শওকত, সদর সার্কেলের এএসপি মোঃ সামিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাম্মী আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুহিন কান্তি চৌধুরী পঙ্কজ, মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দিন প্রমুখ ।



(বিএম/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test