E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসের ধাক্কায় সেনবাগে অটোরিকশার ২ যাত্রী নিহত

২০১৪ জুন ১০ ০৯:০৭:৪২
বাসের ধাক্কায় সেনবাগে অটোরিকশার ২ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী বেলাল হোসেন (৪৫) ও কাউসার আহমেদ সজিব (৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১০টার দিকে ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

এতে চালকসহ অটোরিকশার অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত বেলাল হোসেন উপজেলার কেশরপাড় ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া গ্রামের ও কাউসার আহমেদ সজিব ওই ইউনিয়নের বীরকোর্ট গ্রামের আবদুল মমিনের ছেলে।

আহতরা হলেন- অটোরিকশাচালক আবদুল হালিম (৩৫), নিহত সজিবের বাবা আবদুল মমিন (৪০) ও রমজান আলী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ফেনী-সেনবাগ রুটে কানকিরহাট থেকে ছেড়ে আসা স্কাইল্যান্ড সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সেনবাগ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সামনাসামনি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চালক আবদুল হালিম ও আবদুল মোমিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও রামজান আলীকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পলাতক।

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test