E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃক্ষরোপনে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীর পুরস্কার পেলেন ধামইরহাট বনবিট কর্মকর্তা

২০১৬ আগস্ট ০৬ ১৬:৪৯:০১
বৃক্ষরোপনে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীর পুরস্কার পেলেন ধামইরহাট বনবিট কর্মকর্তা

নওগাঁ প্রতিনিধি : বৃক্ষরোপনে দেশের মধ্যে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথম পুরস্কার পেলেন ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষ্মন চন্দ্র ভৌমিক। গত ৩১ জুলাই রাজধানী ঢাকার ফার্মগেটে খামারবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপনে সারা দেশের মধ্যে  প্রথম স্থান অধিকারী ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিকের হাতে পুরস্কার তুলে দেন।

জানা গেছে, নওগাঁ জেলার সীমান্তবর্তী ধামইরহাট উপজেলা বর্তমানে বনবিভাগের রোপিত বৃক্ষে সর্বত্র সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে। প্রতি বছর বনবিভাগ শত শত হেক্টর জমিতে নতুনভাবে বৃক্ষরোপনের কাজ অব্যাহত রেখেছে। বিশেষ করে ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক অত্র উপজেলায় যোগদান করার পর থেকে এলাকাবাসীকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণের ফলে সবুজ আর সবুজে ছেয়ে গেছে পুরো উপজেলা। উপজেলার বিভিন্ন নদীর চরাঞ্চলে ২০১১-১২ অর্থ বছরে ৩৩ হেক্টর জমিতে ৮২ হাজার ৫শ’টি বৃক্ষরোপন করেছিল উপজেলা বন বিভাগ। দেশের মধ্যে চরাঞ্চলে এতো অধিক পরিমাণে বৃক্ষ আর কোথায়ও রোপন করা হয়নি।

যার ফলে ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ‘ঝ’ শ্রেণীতে বনবিভাগ কর্তৃক সৃজিত বাগান বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৫ লাভ করেন। পুরস্কার হিসেবে তাকে একটি ক্রেস্ট, সনদপত্র ও ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক ইতোপূর্বে ২০১০ সালে বেত বাগান, ২০১১ সালে নতুন উডলট বাগান, ২০১৩ সালে খাড়ি/গালিজ বাগান এবং ২০১৪ সালে চর বাগানে বৃক্ষরোপনের কারণে ৪ বার প্রধানমন্ত্রীর হাত থেকে প্রথম পুরস্কার অর্জন করেন।

এ ব্যাপারে বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বলেন, সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগিদের অংশীদারিত্বের ভিত্তিতে প্রতি বছর লাখ লাখ টাকা বিতরণে একদিকে যেমন দারিদ্র বিমোচন হচ্ছে, অন্যদিকে সরকার অত্র উপজেলার বনবিভাগ কর্তৃক লাখ লাখ টাকা রাজস্ব লাভ করছে।

(বিএম/এএস/আগস্ট ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test