E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে রাস্তা ভেঙ্গে কয়েক গ্রাম প্লাবিত

২০১৬ আগস্ট ০৬ ১৮:২০:১১
বাগেরহাটে রাস্তা ভেঙ্গে কয়েক গ্রাম প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভৈরব নদীর জোয়ারের পানির তোড়ে রাস্তা ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। গত দু’দিন ধরে এলাকার জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

শনিবার দুপুরে সরেজমিনে ওই এলাকায় গিয়ে মুক্ষাইট- হাদেরহাট রাস্তা ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকতে দেখা গেছে। সেখানকার কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে নষ্ট হয়েছে সবজি খেত, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বসতঘরে পানি ঢোকায় রান্না প্রায় বন্ধ হয়ে গেছে।

কু-কোড়ামারা গ্রামের মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান জানান, গত দুদিন ধরে ভৈরব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাকা রাস্তা ভেঙে গ্রামের ভেতর পানি ঢুকছে। এতে গ্রামের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার পরিবার। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. কুদ্দুস সরদার জানান, কোথাও রাস্তা ভেঙে কোথাও রাস্তার উপর দিয়ে পানি গ্রামে ঢুকছে। এর ফলে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। সবজি ক্ষেত ও অনেক মাছের ঘের ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী জানান, তার ইউনিয়নের ২০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাবাসীকে নিয়ে এসব স্থান সংস্কারের চেষ্টা করছি। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ ও রাস্তা সংস্কার করে এ সমস্যা সমাধান করা প্রয়োজন।

(কেএনআই/এএস/আগস্ট ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test