E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সুপারিশ, সাংসদের অনুমোদন

কালীগঞ্জ কলেজ শিক্ষক জামায়াত আমিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার !

২০১৬ আগস্ট ০৮ ২১:৫৯:১৬
কালীগঞ্জ কলেজ শিক্ষক জামায়াত আমিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার !

সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি নির্দেশনা উপেক্ষো করে হত্যাসহ  কমপক্ষে একডজন সহিংসতার মামলার আসামী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির কালীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক মোসলেমউদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা সাংসদ এসএম জগলুল হায়দারের সম্মতি, কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান ও সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীসহ কলেজ পরিচালনা পরিষদের কয়েকজনের সুপারিশ ক্রমে সম্প্রতি এক সভায় এ আদেশ প্রত্যাহার করা হয়।

এ দিকে যুদ্ধাপরাধী মামলার অন্যতম আসামী সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল খালেক মণ্ডলের জামায়াতা মোসলেমউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘটনায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের সময় কাজী আলাউদ্দিন সভাপতি খাতাকালীন ২০০৪ সালে জামায়াতের সাংসদ গাজী নজরুলের ভাই রফিকুল ইসলাম কালীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। অধ্যক্ষ রফিকুল ইসলামের সঙ্গে যোগসাজসে প্রভাষক জামায়াত নেতা মোসলেমউদ্দিন দলীয় কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যহত রাখেন।

২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর কালীগঞ্জ উপজেলাসহ জেলা জুড়ে উপজেলা জামায়াতের আমির কলেজ শিক্ষক মোসলেম উদ্দিনের নেতৃত্বে রাস্তায় অবরোধ,বাড়ি ঘর ভাংচুর,লুটপাট,ও অগ্নি সংযোগ, গাছকাটা ,মানুষ হত্যাসহ আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেন ।তার অংশ হিসাবে ২০১৩ সালে ১৭ ডিসেম্বর উপজেলা আমির মোসলেম উদ্দিনের নেতৃত্বে দুপুর ১২ টায় প্রকাশ্য দিবালোকে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানবাধিকার কর্মী মোসলেম আলীকে চৌমুহনী বাজারে কুপিয়ে হত্যা করা হয়। ( মামলা নং ৯ ) এ মামলার চার্জশীটভুক্ত আসামী আমীর মোসলেমউদ্দিন।

এ ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগে ২০১৩ সালে ৮মার্চ বন বিভাগের মোস্তফা বাদি হয়ে মোসলেমউাদ্দনসহ কয়েকজনের বিরুদ্ধে ৭নং, ওই বছরের ১৮ ডিসেম্বর জেলা পরিষদের কর্মচারি আফসার বাদি হয়ে আরো একটি মামলা (১০নং) দায়ের করেন। বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে দোকান ভাংচুর,লুটপাট,অগ্নি সংযোগ,ও বোমা হামলার ঘটনায় তৎকালিন থানার উপপরিদর্শক নকীব অয়জুল হকও সেকেন্দার আলী বাদি হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করে।

ভদ্রখালি হাজাম পাড়ায় পুলিশের উপর হামলা মারপিট ও হত্যা ঘটনায় পুলিশ বাদি হয়ে দু’টি মামলা দয়ের করে। তারালি ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর অগ্নি সংযোগ ও ফুলতলায় আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ এবং সাংবাদিক হাবিবকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় কাজি রায়সুল ইসলাম এবং সাংবাদিক হাবিবের ভাই মাসুদুর রহমান বাদি হয়ে আরো পৃথক দু’টি মামলা দায়ের করে। এসব মামলা ছাড়াও আমির মোসলেম উদ্দিন এক ডজন মামলার চার্জশিট ভূক্ত আসামী । এসব মামলায় তিনি ২০১৪ সালের ৯ আগষ্ট থেকে দীর্ঘদিন জেল হাজতে ছিলেন।

কালীগঞ্জ ডিগ্রী কলেজ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ অক্টোবর কলেজ পরিচালনা পরিষদের এক সভায় সরকারি নির্দেশনা অনুযায়ি বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশ ওই বছরের ৯ আগষ্ট থেকে কার্যকর করা হয়।

এ ছাড়া ২০১৫ সালের ১৮ জানুয়ারি জেলা আইন শৃঙ্খলা কমিটির সিধান্ত মোতাবেক ওই বছরের ৭ অক্টোবর ০৫,৪৪,৮৭০০,০০২,০০৪,১৫-১১৬/সি স্মারকে অতিরিক্ত জেলা প্রশাসক এ এফ এম এ হতেশামুল হক সাক্ষরিত জেলার সকল শিক্ষা অফিস , থানা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সকল শিক্ষাা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি বরাবর চিঠি দিয়ে জানানো হয় যে ২০১৩ সালের নাশকতার সাথে সরাসরি সম্পৃক্ত যে সকল শিক্ষক কর্মচারি সাময়িক ভাবে বরখাস্ত হয়েছে তাদেরকে যেন শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ ও বেতন ভাতা বন্ধ করে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে বলা হয়। সহিংসতার মামলার দায়ে মামলার দায়ে অভিযুক্ত শিক্ষকদের বেতন বিলে সই করলে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করার কথা বলা হয়।

এ ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবিধান মালার ৪৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ঋন বা ফৌজদারী অপরাধের দায়ে কোন কর্মচারি কারাগারে সোপার্দ হওয়ার কারণে কর্তব্য হইতে অনুপন্থিত থাকিলে তার বিরুদ্ধে মামলা পরিসমাপ্ত না হওয়া পর্যন্ত এই রুপ অনুপস্থিতি কালের জন্যে তিনি কোন বেতন ছুটিকালিন বেতন বা ভাতাদি পাইবেন না ।

কালীগঞ্জ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদেরে কয়েকজন সদস্য ও স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, উপজেলা জামায়াতের আমীর মোসলেমসউদ্দিস তার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য কলেজ সভাপতি সাংসদ এসএম জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠণের নেতাদের কাছে টাকার বাণ্ডিল নিয়ে ছুঁটে বেড়ান। একপর্যায়ে মোসলেমউদ্দিন আগামিতে কোন দল করবেন না নোটারি পাবলিকের মাধ্যমে এমন নাটকীয় ঘোষণা দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহরের জন্য কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বরাবর এক আবেদন করেন।

নয় সদেস্যর পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে শিক্ষক সদস্য তাপস সরকার, কামরুন্নাহার, মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন আবেদনপত্রে সাক্ষর করেন।

এ ছাড়া থানা আওয়ামী লীগের সভাপতি শেক ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের কয়েকজন তাতে সুপারিশ করেন।

চলতি বছরের ৩০ মার্চ কলেজ পরিচালনা পরিষদের সভায় সভাপতি সাংসদ এসএম জগলুল হায়দার কোন প্রকার বিরোধিতা না করেই মোসলেমউদ্দিনের বহিষ্কারাদেশ অনুমোদন করেন। একই দিনে এক চিঠিতে অধ্যক্ষ রফিকুল ইসলাম এক চিঠিতে মোসলেমউদ্দিনকে যোগদানের জন্য চিঠি দেন।

কালীগঞ্জ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সদস্য তাপস কুমার সরকার বলেন, আওয়ামী লীগ নেতারা সাক্ষর করলে তাদের করতে আপত্তি কোথায়।

তবে অপর সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার নাসিরউদ্দিন ও অ্যাড. রফিকুল ইসলাম বলেন, টাকা নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালে জামায়াত নেতার বহিষ্কাদেশ প্রত্যাহার সম্পর্কিত আবেদনপত্রে সুপারিশ করার কথা চিন্তা করাটাই অস্বাভাবিক।

কালীগগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের সঙ্গে সোমবার বিকেলে তার ০১৭১৫-৭১৩২৬১ নং মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের কাছে জানতে চাইলে তিনি কোন প্রকার অনিয়মের কথা অস্বীকার বরে বলেন, থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সুপারিশ দেখে এবং নন জুডিসিয়াল স্ট্যাম্পে রাজনীতি করবেন না, সহিংস ঘটাবেন না এমন মুচেলকা দেওয়ায় জামায়াতের আমীর মোসলেমউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যেহার করা হয়েছে।


(আরএনকে/এস/আগস্ট০৮,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test