E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণায় দুই বছরেও ইফতি হত্যার বিচার হয়নি

২০১৬ আগস্ট ০৯ ১৫:১৩:৩০
নেত্রকোণায় দুই বছরেও ইফতি হত্যার বিচার হয়নি

মুশফিক মাসুদ, নেত্রকোণা : আজ ৯ আগস্ট নেত্রকোণা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সির প্রথম বর্ষের মেধাবী ছাত্র ইফতি হত্যার দুই বছর । ২০১৪ সালের এই দিনে তার সহপাঠীদের হাতে কলেজেই ছুরিকাঘাতে আহত হলে হাসপাতালে মারা যান ইফতি।

এ উপলক্ষে আজ দুপুরে নেত্রকোণা সরকারী কলেজে ইফতির স্মরণে মৃত্যু বার্ষিকী পালন করে সহপাঠীসহ সকল শিক্ষার্থীবৃন্দ। এ সময় ইফতির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান শিক্ষার্থীরা।

ইফতি হত্যার দুই বছর পেরিয়ে গেলেও এ নৃশংস হত্যাকান্ডের বিচার রাজনৈতিক প্রভাবের কারণে হয়নি অভিযোগ করেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি। সেখানে উপস্থিত ছিলেন ইফতির বাবা আজিজুর রহমান হাবলু ।

তিনি অভিযোগ করেন ইফতি হত্যার পর উপমন্ত্রী আরিফ খান জয় তাঁর বাসায় গিয়ে বিচারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তিনি সন্তান হত্যার বিচার পাননি । তিনি আরো অভিযোগ করেন পুলিশ এ হত্যাকাণ্ড নিয়ে তাদের সাথে প্রতারণা করেছে । অবিলম্বে ইফতি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা ।



(এমএম/এস/আগস্ট০৯,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test