E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ০৯ ২০:৪৪:৩৩
রাণীনগরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁর রাণীনগরে ‘জঙ্গীবাদ হটাও দেশ বাঁচাও, জঙ্গীবাদকে না বলুন দেশকে ভালোবাসুন’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার আবাদপুকুর কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবাদপুকুর কলেজের উদ্যোগে ও রাণীনগর থানার সার্বিক তত্ত্বাবধানে এই র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। র‌্যালীতে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

কলেজের অধ্যক্ষ এসএম মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান। বক্তব্য রাখেন, কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ আলী দুলাল, প্রভাষক সেকেন্দার আলী, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নয়ন সরদার প্রমুখ। সমাবেশে কলেজের শত শত শিক্ষার্থী সকল প্রকার অন্যায়, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডকে কঠোর হাতে প্রতিহত করার লক্ষে পুলিশকে সার্বিক সহায়তা করবে বলে হাত তুলে শপথ গ্রহণ করে।

বক্তারা বলেন, এক সময়ের রক্তাক্ত জনপদ নামে খ্যাত রাণীনগর-আত্রাইয়ে এখন শান্তির সু-বাতাস বইছে। এখানে কোন সন্ত্রাস বা জঙ্গীদের আশ্রয় দেয়া হবে না। তাদেরকে এবং তাদের সন্ত্রাস মুলক যে কোন কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করা হবে।


সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে উপজেলার গোডাউনপাড়া মোড় থেকে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন আদিবাসী সংগঠন ও গ্রাম হতে আগত প্রায় সহস্রাধিক আদিবাসী নারী পুরুষ সমন্বয়ে এক বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে শহীদ মিনার পাদদেশে উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি ভূট্টো পাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু)র সাধারণ সম্পাদক মল্লিকা কিস্কু, আদিবাসী নেতা বিশ্বনাথ কুজুর প্রমুখ।



(বিএম/এস/আগস্ট০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test