E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ঝড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ৯ জেলেকে জীবিত উদ্ধার

২০১৬ আগস্ট ১০ ১২:০৪:৫৪
বঙ্গোপসাগরে ঝড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ৯ জেলেকে জীবিত উদ্ধার

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ে কবলে পড়ে ডুবে যাওয়া ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারের ৯ জেলেকে প্রায় তিন ঘন্টা পর সাগর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে সুন্দরবনের দুবলার চরে নিয়ে এসেছে অন্য জেলেরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলার মেহেরআলীর চর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধার এই ট্রলারটি ডুবে যায়।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আব্দুস ছালাম শেখ জানান, সকালে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ এলাকায় জাল তোলার সময় আকষ্মিক ঝড় শুরু হয়। এসময় ঘূর্ণি বাতাস ও প্রচন্ড ঢেউ ট্রলারটি ডুবতে শুরু করে। তখন ট্রলারে থাকা জেলেরা লাইফ বয়া নিয়ে বঙ্গোপসাগরে ঝাপ দেয়। প্রায় তিন ঘন্টা সাগরে ভেষে থাকার পর দুপুর ১টার দিকে অন্য একটি ফিশিং ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে সুন্দরবনের দুবলার চরে নিয়ে আসে।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছে, ট্রলারের মাঝি আব্দুস ছালাম শেখ(৩৫), মিজান শেখ (৩০), রিয়াজ সিকদার (২৪), কবির উদ্দিন (৩০), মো হাফিজুর (২৬), মিরাজ হাজী (২৯), জাকির হোসেন শেখ (৩১)। উদ্ধার হওয়া অন্য দুই জেলের নাম জানা যায়নি। এদের সবার বাড়ী পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। উদ্ধারকৃত জেলেদের সবাই সুস্থ আছেন জানিয়ে মাঝি আব্দুল ছালাম বলেন, গত ৩ আগস্ট পিরোজপুরের জিয়ানগর উপজেলার চর বলেশ্বর গ্রামের মিজান শেখের ট্রলার এফবি মায়ের দোয়া নিয়ে মাছ ধরতে সাগরে রওয়ান হই। মাছ ধরা শেষে আরও দুই-তিনদিন পর ট্রলার নিয়ে তাদের ফেরার কথা ছিল।

বাগেরহাটের এফবি জোবেদা ট্রলারের মালিক ও মাঝি আক্কাস আলী দুবলার চর থেকে জানান, বর্তমানে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। সকালে ঝড়ের পর থেকে অন্তত তিনটি ট্রলার নিখোঁজ রয়েছে। বিভিন্ন ট্রলারের জেলেদের মাধ্যমে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। তিন নম্বর বিপদ সংকেতের মাধ্যে প্রচন্ড ঝোড় বাতাসের কারণে অর্ধশতাধিক মাছ ধরা ট্রলার নিরাপদে সুন্দরবনের দুবলার চর সংলগ্ন ছোট-ছোট খালে আশ্রয় নিয়েছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান বলেন, বর্তমানে বঙ্গোপসাগর অনেক বেশি উত্তাল রয়েছে। জেলেদের যে কোন ধরণের সহায়তার জন্য দুবলা, কচিখালিসহ কোস্টগার্ডের স্টেশনগুলো প্রস্তুত রাখা হয়েছে।






(এসএকে/এস/আগস্ট ১০,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test