E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে স্কুলছাত্রীকে যৌনহয়রানীর দায়ে পাষণ্ডর ১ বছর সশ্রম কারাদণ্ড

২০১৬ আগস্ট ১০ ১৪:২৩:৪৫
মহাদেবপুরে স্কুলছাত্রীকে যৌনহয়রানীর দায়ে পাষণ্ডর ১ বছর সশ্রম কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি : ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌনহয়রানীর দায়ে নওগাঁর মহাদেবপুরে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার এ রায় প্রদান করেন।

থানার এসআই রফিকুল ইসলাম রফিক জানান, স্থানীয় মাতাজীহাটে জেলার ধামইরহাট উপজেলার লহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে(১৫) একই উপজেলার চকশাবইল গ্রামের মৃত ডা. গিয়াস উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদ (৩৮) অশালীন ভাষায় উত্যক্তসহ তাকে যৌন হয়রানী করে। এর আগেও আবুল কালাম আজাদ তার স্কুলে গিয়ে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করছিল। এমন ঘটনায় স্কুল ছাত্রী ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে তার মামার বাড়ি মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজী হাটে আসে। ঘটনার সময় স্থানীয় লোকজন ওই পাষন্ডকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।



নওগাঁয় মিলারদের কাছ থেকে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু


নওগাঁ প্রতিনিধি : আবাদ উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলায় মিলারদের কাছ থেকে সরকারীভাবে বোরো চাল সংগ্রহের কাজ চলছে। গত ২৫ জুলাই থেকে চাল সংগ্রহের সরকারী নির্দেশনা থাকলেও নওগাঁ জেলায় শুরু হয়েছে ৬ আগষ্ট থেকে। বুধবার পর্যন্ত জেলায় চাল সংগ্রহ হয়েছে, ২ হাজার ৫০ মেঃ টন। এর মধ্যে নওগাঁ সদর খাদ্যগুদামেই সংগৃহিত চালের পরিমান ২ হাজার মেঃটন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

জেলার ১৯টি এলএসডি গোডাউনে চাল সংগ্রহ শুরু করা হলেও এখন পর্যন্ত জেলায় যে পরিমান চাল সংগ্রহ হয়েছে, তার সিংহভাগই সংগ্রহ হয়েছে নওগাঁ সদর খাদ্যগুদামে। সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) অরুন কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মৌসুমে নওগাঁ সদর খাদ্য গুদামে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮হাজার ৮৬১ মেঃটন ধরা হয়েছে।

নওগাঁ জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হাসান জানান, চলতি বোরো মৌসুমে জেলার মিলারদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ২০ হাজার ৯৩২ মেঃটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। আর এই চাল সংগ্রহ করতে জেলার ১ হাজার ৯১টি (অটো-হাস্কিং) মিল মালিকের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়। ওইসব মিলাররা ইতোমধ্যেই সরকারী গুদামে চাল সরবরাহ শুরু করেছে।

নওগাঁয় ওএমএসের দোকানে আটা সরবরাহ বন্ধ, দুর্ভোগ বেড়েছে নিম্ন-মধ্যম আয়ের মানুষের


নওগাঁ জেলা শহরে খাদ্য বিভাগ থেকে ওএমএসের (ওপেন মার্কেটিং সেল) আটা বিক্রি বন্ধ রাখায় জেলায় আটার দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে বেশী দামে আটা কিনতে না পেরে প্রতিদিন ওএমএসের ডিলারের দোকানগুলোতে ভিড় করছে ভোক্তারা। ‘আটা কবে দিবেন, বন্ধ কেন, আমরা কি খেয়ে বাঁচবো?’ এমন নানা প্রশ্নবানে জর্জড়িত করে তুলছেন ডিলারদের। ওএমএসের মাধ্যমে আটা সরবরাহ বন্ধ করায় শহরের নিম্ন-মধ্যম আয়ের সাধারন মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

জানা গেছে, বাজার দর নিয়ন্ত্রন ও নি¤œ আয়ের মানুষের দুর্ভোগ কমাতে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁ জেলা শহরে ১৪ জন ডিলারের মাধ্যমে ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি করা হতো। এতে শহরের নিম্ন-মধ্যম আয়ের মানুষসহ ডায়াবেটিস রোগীরা বেশী উপকৃত হতো। কিন্তু গত রমজান মাস থেকে হঠাৎ করে ওএমএসের আটা বিক্রি বন্ধ করে দেয়া হয়। ঈদের পর আটা সরবরাহ দেয়া হবে, এমন শান্তনা ডিলারদের কাছ থেকে পেলেও তা অদ্যাবধি বাস্তবায়িত হয়নি। ফলে ভোক্তাদের দুর্দশা চরম আকার ধারন করেছে। ওএমএসের আটা বিক্রি বন্ধ করায় বাজারে আটার দাম বেড়ে গেছে। ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বাজারে আটা বিক্রি হচ্ছে। যা স্বল্প আয়ের মানুষ কোনভাবেই কিনতে পারছেনা। ফলে অনেক পরিবার বেশ কষ্টে জীবন ধারন করছে।

এব্যাপারে নওগাঁ জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হাসান বলেন, সরকারী এক নির্দেশে ওএমএসের আটা বিক্রি বন্ধ রয়েছে। সরকারী নির্দেশনা পেলেই আটা বিক্রি শুরু করা হবে।





(বিএম/এস/আগস্ট ১০,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test