E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে অতিদরিদ্র শ্রমিকদের পারিশ্রমিকের লাখ লাখ টাকা লুট

২০১৬ আগস্ট ১০ ১৬:৪৪:২৯
বাগেরহাটে অতিদরিদ্র শ্রমিকদের পারিশ্রমিকের লাখ লাখ টাকা লুট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতার উপকারভোগী শ্রমিকদের পারিশ্রমিকের টাকা ভুয়া টিপসই দিয়ে লাখ লাখ লুটপাট করে নিয়েছে ইউপি বাধাল চেয়ারম্যান ও কৃষি ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

উপজেলার বাধাল ইউনিয়নের ২০১৫-১৬ অর্থ বছরে সাইনবোর্ড বাধাল মেইন রোর্ডের বকুলতলা হইতে শাহাজান মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তার উভয় পার্শে মাটিরকাজ এবং রঘুদত্তকাঠী দেবেন দাসের বাড়ি হতে মাঠের রাস্তার মাটি ভরাটের কাজ হয়। প্রকল্প দু‘টির অতি দরিদ্রদের উপকার ভোগী শ্রমিকদের পারিশ্রমিকের টাকা ৭ লক্ষধিক টাকা উপজেলার বাধাল বাজার কৃষি ব্যাংক ম্যানেজারের যোগসাজসে ইউপি চেয়ারম্যান ট্যাক আফিসার সহয়াতায় শ্রমিকের ভুয়া টিপসই দিয়ে তুলে নিয়েছে।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানে এই প্রকল্প দু‘টি বাস্তবায়েন লক্ষে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২য় কিস্তিতে ১৪১ জন শ্রমিকের নিয়োগ করে দৈনিক দুই শত টাকা মজুরি বাবদ ১১ লাখ ২৮ হাজার টাকা ব্যয় প্রকল্পের কাজ ৪০ দিনের স্থলে মাত্র ১৮ দিনে মাত্র ৯০ জন শ্রমিকদের কাজ করান। কাজ না করা ৫১ জনসহ আরো ৪২ জন উপকার ভোগী শ্রমিকদের পারিশ্রমিকের টাকা ভুয়া টিপসই দিয়ে সর্বমোট ১৪১জন শ্রমিকের দৈনিক ১৭৫ টাকা হারে ৪০ দিনের মজুরি ৯ লাখ ৮৭ হাজার টাকা গত ১৮ জুলাই ব্যাংক হতে উত্তোলন করা হয়। ৯০ জন শ্রমিকের মজুরি বাবদ ২ লাখ ৮৩ হাজার ৫শত টাকা দিয়ে বাকি ৭ লাখ ৩ হাজার ৫শত টাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ব্যাংক ম্যানেজার, পিআইও, ট্যাক অফিসারের হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রকল্প দুটির শ্রমিকরা।

এই দুটি প্রকল্পের শ্রমিক শিব দাস ও গোবিন্দ দাস জানায়, তারা ব্যাংক হতে ২য় কিাস্ততে কোন টাকা উত্তোলন করেনি। কে বা কার তাদের নামের টাকা ভুয়া স্বাক্ষর দিয়ে তুলে নিয়েছে। বিষয়টি জানার জন্য তারা দু‘জন গত ৩ আগষ্ট বাধাল বাজার কৃষি ব্যাংকে তাদের সঞ্চয়ী ৯৮৪২ এবং ৯৮৫৮ নং হিসাবের টাকা সম্পকে জানতে গেলে বাংক ম্যানেজার স্বাপন কুমার সরকার বলে আপনাদের একাউন্ট হচ্ছে ১০ টাকার উপকার ভোগি একাউন্ট। আপনারা শুধু টাকা তোলেন কিন্তু জমা রাখেন না তাই চেয়ারম্যান ছাড়ার কোন তথ্য দেয়া যাবে না। শ্রমিকদের মধ্যে হতে ৮নং ওয়ার্ড মসনী গ্রামের মৃত শশীভুষন দাসের পুত্র সহাদেব দাস গত ২৩ মে স্ব-পরিবারে ভারতে চলে য়ায়। একই ভাবে ৪নং ওয়ার্ডের কাদের খানের পুত্র মজিবর খান এবং ইউসুপ শেখের পুত্র মোস্তাফা শেখ বর্তমানে ঢাকা চাকুরি করলেও তাদের ভুয়া শ্রমিকের স্বাক্ষর করে টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়ার উক্ত তালিকায় মোড়েলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের শ্যামল দত্তের পুত্র লিটন দত্ত এর নাম রয়েছে।

এছাড়া ৮নং ওয়ার্ড মসনী গ্রামের শ্রমিক মৃত রজনীকান্ত দাসের পুত্র জুড়ান দাস বিলকুল গ্রামের ইনুস নকীবের পুত্র খবির নকীব হিসাব নং ৯৭৪৮, ছলিমদ্দি হাওলাদারের পুত্র মোকাম হাওলাদার হিসাব নং ৯৭৫১, সৈয়াদ শিকদারের পুত্র বাচ্চু শিকদার হিসাব নং ৯৭৪৩, সাংদিয়া গ্রামের নিরাঞ্জন দাসের পুত্র শিব দাস হিসাব নং ৯৮৪২, কর্তিক দাসের পুত্র বাসুদেব দাস হিসাব নং ৯৮৪৩, তারাপদ দাসের পুত্র গোবিন্দ দাস হিসাব নং ৯৮৫৮, রেবতী দাসের পুত্র প্রনব দাস হিসাব নং ৯৮৪৪, মোশারেফ শেখের পুত্র কুদ্দুস শেখ হিসাব নং ৯৮৪৬, নাছিম শেখের স্ত্রী নাছিমা বেগম হিসাব নং ১১৭৭৩, হানিফ তালুক দারের স্ত্রী মর্জিনা বেগম হিসাব নং ১১৭৭৪, আসিম দাসের স্ত্রী ইতু রানী দাস হিসাব নং ১০০৮৮, আফরা গ্রামের কাশেম খানের পুত্র একলাস খান হিসাব নং ১০৯৪৩, পানবাড়িয়ার মহম্মাদশেখের পুত্র কামরুল শেখ হিসাব নং ১০৯৪৮, অখিল দাসের স্ত্রী সবিতা রানী দাস হিসাব নং ১১১২০, এছাড়া ৫নং ওয়ার্ডের সোবাহান শেখের পুত্র সিরাজুল মল্লিক, রুস্তুম ফকির ৯নং ওয়ার্ড বাধাল গ্রামের মনি সরদ্দার, আলমগীর শেখ, সুপিয়া বেগম, রুবিয়া বেগম, সালেহা বেগম, নুর নাহার বেগমসহ ৪২ জনের নামে ভুয়া স্বাক্ষর দিয়ে কৃষি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানায়, বিভিন্ন সময় শ্রমিকদের স্বাক্ষর নিয়ে বাধাল বাজার কৃষি ব্যাংকে ১০ টাকার বিনিময়ে সঞ্চয়ী হিসাব খোলা হয় কিন্তু হিসাব নম্বরটির কাজপত্র শ্রমিকদের হাতে না দিয়ে তা ইউপি চেয়ারম্যান নিজের কাছে রেখে দেন। পরে ওই একাউন্ড নম্বারের ভূয়া স্বাক্ষর করে অশিক্ষত শ্রমিকদের টাকা হাতিয়ে নেয়া হয়।

বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ জানায়, আমার পূর্ববতী ইউপি চেয়ারম্যনের এভাবে তালিকা করে নয়-ছয় করেছে। আমি এর সাথে জড়িত নই। বাধাল কৃষি ব্যাংক ম্যানেজার স্বাপন কুমার সরকার বলেন, এটি ব্যাংকে অভ্যন্তিক ব্যাপার। বাধাল ইউপি চেয়ারম্যানের অনুমতি ছাড়া এবিষয়ে কোন তথ্য দেয়া যাবেনা।


(এসএকে/এস/আগস্ট১০,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test