E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালমনিরহাটে বিপুল পরিমান মালামালসহ আটক ১

২০১৬ আগস্ট ১০ ১৭:০২:০৪
লালমনিরহাটে বিপুল পরিমান মালামালসহ আটক ১

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট ১৫ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মালামালসহ ১ জনকে আটক করেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, ১৫ বিজিবি’র আওতাধীন গেরুরঘাট, কর্ণপুর, ভাটাপাড়া, উত্তর ঝাউরানী, চওড়াটারী, ডাংগাপাড়া, খামারবাতী, মালগাড়া, সেবকদাস, মান্নানের চৌপাতি ও দক্ষিণ ঝাউরানী এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান মঙ্গলবার পর্যন্ত পরিচালনা করে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৯ বোতল বিদেশী মদ, ১৫.৫৫ কেজি ভারতীয় গাঁজা, ০২টি মোটর সাইকেল, ০৫টি বাইসাইকেল, ০২টি ভারতীয় গরু, ৪৮টি কোদাল, ৯০০ প্যাকেট মিনি চা পাতা, ২০ বোতল কীটনাশক, ৫০০টি ব্লেডসহ ৮০০ গ্রাম লবঙ্গসহ মোঃ আঃ জলিল (২৮) নামের এক চোরাচালান ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত জলিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাজিরহাট রাণীনগর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াতী জানান, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬,৪৪,১৩৫/- (ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার একশত পঁয়ত্রিশ) টাকা। আটকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল থানা ও কাষ্টম অফিসে জমা করা হয়েছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

(জেআই/এএস/আগস্ট ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test