E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস পালিত

২০১৬ আগস্ট ১০ ২০:৪৬:৫৪
ত্রিশালে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস পালিত

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বুধবার বিকেলে কলা ভবনের থিয়েটার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

সংগীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুশাররাত শবনমের সভাপতিত্বে ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ময়মনসিংহের সভাপতি প্রফেসর ড. মঞ্জুরুল আলম অধ্যাপক ড. মো: জাহিদুল কবীর প্রমুখ।

প্রধান অতিথি বক্তৃতায় ভিসি বলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও আদর্শ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতাই শ্রেষ্ঠ গানে পরিণত হয়েছে। তাঁর গান বেশি বেশি গাইতে হবে।’





(এমআর/এস/আগস্ট১০,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test