E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত,পণ্য ওঠা-নামা বন্ধ

বাগেরহাট নিহত ১, বঙ্গোপসাগরে ৪টি ট্রলার ডুবি

২০১৬ আগস্ট ১০ ২১:১২:৪৯
বাগেরহাট নিহত ১, বঙ্গোপসাগরে ৪টি ট্রলার ডুবি

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মঙ্গলবার বিকাল থেকে মংলা বন্দরের আউটার এ্যাংকরেজ ও জেটিতে আবস্থানরত জাহাজগুলোতে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। মংলা বন্দরে বলবৎ রয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাট ও মংলাসহ অন্যান্য উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের তুলনা অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে মংলা আবহাওয়া অফিস।

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাসষ্ট্যান্ড এলাকায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে গীতা রাণী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ডুবো জাহাজ এলাকায় ৪টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এদিকে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠায় মাছ ধরা কয়েক শত ফিশিং ট্রলার সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণপশ্চিম অঞ্চলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে সন্ধ্যায় জানিয়েছে মংলা আবহাওয়া অফিস।

মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারি ব্যবস্থাপক কাজী মোক্তাদির হোসেন জানান, বর্তমানে মংলা বন্দরে ক্লিংকার, সার, কনটেইনারবাহিসহ সাতটি জাহাজ অবস্থান করছে। ঝড়ো হাওয়া ও অবিরাম ভারী বৃষ্টির কারনে মঙ্গলবার বিকাল থেকে বন্দরের আউটার এ্যাংকরেজ ও জেটিতে আবস্থানরত সব জাহাজে পন্য ওঠা-নামার কাজ বন্ধ রাখা হয়েছে। দুযোর্গপূর্ণ আবহাওয়া না কাটা পর্যন্ত পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাহাজের শ্রমিক ঠিকাদার প্রতিষ্টানগুলো।

বাগেরহাটে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ঝড়ে গাছ উপড়ে চাপা পড়ে বুধবার সকালে সদর উপজেলার চুলকাঠি বাসষ্ট্যান্ড এলাকায় গীতা রাণী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গীতা রাণী দাস চুলকাঠি গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী। ঝড়ো হাওয়ার কারনে মঙ্গলবার রাতে থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান,বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠায় মাছ ধরা কয়েক শত ফিশিং ট্রলার সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে। রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ এলাকায় সুন্দরবন উপকূলে ৪টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে ।






(এসএকে/এস/আগস্ট১০,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test