E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বৃক্ষ মানবের সন্ধান

২০১৬ আগস্ট ১২ ১২:৫৪:৪৩
এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বৃক্ষ মানবের সন্ধান

ঠাকুরগাঁও প্রতিনিধি : আবুল বাজনাদারের মতো হাত-পায়ে গাছের শেঁকড়ের মতো রোগে আক্রান্ত রিপন নামে এক শিশুর সন্ধান মিলেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেটগাঁও গ্রামে।

বিরল রোগে আক্রান্ত রিপনের পরিবার জানায়, জন্মের তিন মাস পর থেকেই শিশু রিপন রায়ের এই রোগ দেখা দেয়। তাঁর বয়স সাত বছর হয়ে গেলেও সুস্থ্য করতে পারেননি স্থানীয় চিকিৎসকরা। আর্থিক অভাবের কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না জুতা সেলাইয়ের কাজে নিয়োজিত তার বাবা মহেন্দ্র রায়। পীরগঞ্জের কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র রিপন তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট।

রিপন রায় বলে, “আমার চলাফেরা করতে খুবই সমস্যা হয়। নিজে নিজে গোসল করতে পারি না। হাত দিয়ে ভাত খেতে পারি না। “বন্ধুদের সাথে খেলতে ও নিয়মিত স্কুলে যেতে পারি না।”

মা গোলাপী রাণী বলেন, “এলাকার ডাক্তারক দেখাইছি, কিন্তু কোন কাম হয় নাই। ডাক্তারলা কহিছে ঢাকা নাইলে ভারত লেজান। কিন্তু হামার তো টাকাই নাই। কেমনে ঢাকাত লেগামো?”

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির বলেন, “ধারণা করা হচ্ছে এটা নিউরন সংক্রান্ত রোগ। এই জাতীয় রোগীদের হাত-পা গাছের শেকড়ের মতো হয়। এই রোগটা আগে ছিল না। “গবেষকরা এ রোগের কারণ জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কারণ জানা যায়নি।”

প্রসঙ্গত,আবুল বাজানদার নামে এক কিশোরের হাতে-পায়ে ‘শিকড়ের মতো’ আঁচিল নিয়ে দেশ জুড়ে আলোচিত হয়ে ওঠে। পরে তার চিকিৎসায় এগিয়ে আসে সরকার। গত ৩০ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। নয়বার অস্ত্রোপচারের পর তার দুই হাতের ১০ কেজি আঁচিলের কিছুই এখন নেই; পায়ের অবস্থাও ভাল।





(এফআইআর/এস/আগস্ট১১,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test