E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে  বাল্যবিয়ে : বর ও কনের বাবার জেল

২০১৬ আগস্ট ১২ ২০:৩২:৪৭
ঈশ্বরগঞ্জে  বাল্যবিয়ে : বর ও কনের বাবার জেল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  দেওয়া হয়েছে। 

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার এ সাজা দেন। ওই সময় বরকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলার চরহোসেনপুর গ্রামের নুরুল ইসলামের কন্যা ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বিউটি আক্তারের সাথে পৌর সদর কাকনহাটি গ্রামের ফজলুল হকের ছেলে আলমগীর হোসেনের বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিয়ের আসরে গিয়ে বর-কনে, বরের বাবা ও কনের বাবাকে ধরে নিয়ে আসেন। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে তাদের হাজির করা হলে বরের বাবা ফজলুল হক ও কনের বাবা নুরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

বিচারক বর আলমগীর হোসেনকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিলে জরিমানা দিয়ে মুক্তি পায় বর।

ইউএনও রাজীব কুমার সরকার বলেন, বাল্যবিয়ে মুক্ত উপজেলায় কেউ বাল্যবিয়ে আয়োজন করলে কঠোর সাজা দেওয়া হবে।


(এনআইএম/এস/আগস্ট১২,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test