E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি, গ্রেফতার ১

২০১৬ আগস্ট ১৩ ১৪:২৭:৫৩
বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি, গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আইএস পরিচয়ে কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজারকে নিজের হাতে লেখা চিঠি পাঠিয়ে জবাই হত্যার হুমকি দেয়ায় অসিত কুমার দাস (৫২) নামের এক হিন্দু জঙ্গিকে গ্রেফতার হয়েছে।

শনিবার ভোররাতে বাগেরহাট শহররের দশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর জেলাব্যাপী আলোচিত এই জঙ্গি দশানী এলকার মৃত মনিন্দ্রনাথ ওরফে মনিলাল দাসের ছেলে।

বাগেরহাট মডেল থানা পুলিশ জানায়, গত দু সপ্তাহ আগে মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক অরুন কুমার চক্রবর্তী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ব্যাংকে সদর উপজেলা মনেজার বিকাশ চন্দ্র মন্ডলকে আইএস জঙ্গি পরিচয়ে অসিত কুমার দাস তাদের ডাকযোগে দু‘দফা চিঠি পাঠিয়ে জবাই করে হত্যার হুমকী দেয়। চিঠিতে নিজেকে আইএসসের ট্রেনিংপ্রাপ্ত উল্লেখ করে বলা হয় ‘এক সপ্তাহের মধ্যে ভারত চলে যাও। অন্যথায় ইসলামের মূল আইনের দ্বারা তোমাকে শিরচ্ছেদ করা হবে’।

এ ঘটনার পরপরই বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা ওই কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজার বিষয়টির বিস্তারিত বর্নণাসহ তাদের কাছে পাঠানো হাতে লেখা চিঠিসহ বাগেরহাট সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ অরুণ কুমার চক্রবর্তীর সহযোগিতায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ভোর রাতে এই জঙ্গিকে গ্রেফতার করে।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে গত কয়েকদিন ধরে কিছু কলেজ শিক্ষক ও কিছু এনজিও কর্মকর্তাসহ সাধারণ মধ্যে আতংক সৃষ্টি করার জন্য আইএস পরিচয় দিয়ে আতংক সৃষ্টি করছিলো এই জঙ্গি। গ্রেফতারকৃত এই জঙ্গি নিজে হাতে লিখে চিঠি পাঠাবার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক অরুন কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

(একে/এএস/আগস্ট ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test