E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'শুভ বুদ্ধির উদয় হলে খালেদা ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে বিরত থাকবে'

২০১৬ আগস্ট ১৩ ১৪:৪৮:৪৯
'শুভ বুদ্ধির উদয় হলে খালেদা ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে বিরত থাকবে'

সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী:আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শোককে শক্তিতে রুপান্তরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আরো শক্তিশালী  করতে হবে।

তিনি শনিবার সকালে নোয়াখালী জেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আজ সাংগঠনিক দিক দিয়ে অনেক শক্তিশালী। আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারায় ঈর্ষান্বিত হয়ে তা বাধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি আজ সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্রবাদের মাধ্যমে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সমগ্র জাতি যখন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করছে ঠিক সেই সময়ে খালেদা জিয়া তার জন্মদিন তৈরি করে কেক কেটে বাঙ্গালি জাতির সাথে উপহাস করছে। যদি বেগম খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয় তাহলে এবার তিনি জন্মদিন পালন থেকে বিরত থাকবেন। বিএনপি কোন দিন জামায়াতকে ছাড়তে পারবে না। তারা জামায়াতের মাঝে বিলীন হয়ে গেছে। বর্তমানে আমাদের সামনে একটিই চ্যালেঞ্জ তা হলো দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা।

জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্যা আল ইসলাম জ্যাকব, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, একরামুল করিম চৌধুরী এমপি, এইচএম ইব্রাহীম এমপি বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, মিনহাজ আহাম্মেদ জাবেদ, আবু তাহের, অ্যাডভোকেট মহিব উল্যা, মিয়া মোঃ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি, সামছুদ্দিন জেহান, মাওলা জিয়াউল হক লিটন, শহর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যা খাঁন সোহেল, জেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম তারেক, যুগ্ম আহ্বায়ক বাবু ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন প্রমুখ।







(এসইউএম/এস/আগস্ট১৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test