E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর হাসাইগারিতে এডসের ফ্রি হেলথ ক্যাম্প

২০১৬ আগস্ট ১৪ ২১:৪০:০০
নওগাঁর হাসাইগারিতে এডসের ফ্রি হেলথ ক্যাম্প

সম্প্রতি এসোসিয়েশন অফ ডেন্টাল স্কলারসের(এডস) উদ্যোগে নওগাঁ জেলার হাসাইগারি ইউনিয়নে বন্যা আক্রান্ত ও দুঃস্থদের মধ্যে ফ্রি হেলথ ক্যাম্প, ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে। যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার তৈরী করে। এই ধরনের আরও স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রয়োজন আছে বলে জনগণ এসোসিয়েশন অফ ডেন্টাল স্কলারসদের কাছে আবেদন রাখে।

হেলথ ক্যাম্প স্বাস্থ্য সেবা প্রদান করে ডা: শাহেদ রফি পাভেল, ডা: তৌহিদুর রহমান তৌহিদ ও ফার্মাসিষ্ট মো: ফরহাদ হোসেন। ক্যাম্প থেকে ৩০০ জনকে চিকিৎসাপত্র দেওয়া হয়। প্রায় ১০০০০ প্রয়োজনীয় ঔষধসহ কিছু শুকনা খাবার, বাচ্চাদের কাপড় ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

স্থানীয় এমপি মহোদয় বীর মুক্তিযাদ্ধা মো: আব্দুল মালেক এমপি মহৎ উদ্দোগটি ভবিষ্যতে চালু রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে তার পক্ষ্য থেকে সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন।এসোসিয়েশন অফ ডেন্টাল স্কলারসের সভাপতি ডা: আওরঙ্গজেব আরু নওগাঁ জেলায় ভবিষ্যতে আরও স্বাস্থ্য ক্যাম্প কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন।

(এসআরপি/অ/আগস্ট ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test