E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট জেলা প্রশাসনের ২৩৪ ধরনের ডিজিটাল সেবা

২০১৬ আগস্ট ১৬ ১৫:৩৩:৩৩
বাগেরহাট জেলা প্রশাসনের ২৩৪ ধরনের ডিজিটাল সেবা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের নাগরিকদের ২৩৪ ধরনের ডিজিটাল সেবা দেয়া শুরু করেছে জেলা প্রশাসন। জেলার ৭৫ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় বসাবাসকারী প্রায় ১৭ লাখ মানুষের দোরগোড়ায় সব ধরনের ডিজিটাল সেবা নিশ্চিত করতে বাগেরহাট জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এই সেবা চালু হওয়ায় অনিয়ম-দুর্নীতি ও দালালদের খপ্পর রেহাই পাবে বাগেরহাট নাগরিকরা। এখান থেকে স্বল্প সময়ে সকল প্রকার আবেদন ও তথ্য আদান প্রদান করতে পারবেন তারা। এমনকি আবেদন করার ২৮ সেকেন্ডের মধ্যে অনেকেই তার কাংখিত উত্তর জানতে পারছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সকালে তাঁর সম্মেলন কক্ষে সাংবাদিক সংম্মেলনে এসব তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, ডিজিটাল সেবা সমুহের মধ্যে ই-নথি এবং ই-মোবাইল কোর্ট সিষ্টেম চালু করা হয়েছে। এর ব্যবহারের ফলে জনগন ঘরে বসেই নিজের নাগরিক আবেদন দিতে পারবে বিভিন্ন সরকারি অফিসে। এই আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে দেয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে।

এছাড়া নিজেদের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন ব্যবহার করে আশ-পাশে ঘটে যাওয়া যেকোন অপরাধ সম্পর্কিত তথ্য সরাসরি জেলা প্রশাসককে জানাতে পারবে। সে ক্ষেত্রে আবেদনকারীর পরিচয় গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, ২৩৪ ধরনের নাগরিক সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ডিজিটাল সেন্টারের মাধ্যমে এই সেবাগুলো জনগনের মাঝে পৌছে দিতে সক্ষম হবো। এরই মধ্যে বিভিন্ন ধরনের লাইসেন্সের নবায়ন,পর্চার আবেদন থেকে শুরু করে অভিযোগ নিস্পত্তি করা হচ্ছে। বাগেরহাট জেলা প্রশাসনের এই ওয়েভ সাইডে গেলে (bagerhat.gov.bd) যে কোন ধরনের সেবা চান তা দেখতে ও জানতে পারবেন।

বাগেরহাট জেলা প্রশাসনের নাগরিক সেবা সম্পর্কে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌছে দিতে সব সময় প্রস্তত। আমার বিভিন্ন অনুষ্ঠানে জনগনকে কোন প্রকার ভোগান্তি ছাড়াই জেলা প্রশাসনের এই ডিজিটাল নিতে প্রতিটি সভা-সমাবেসে জনগনকে আহবান জানিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছি।

(একে/এএস/আগস্ট ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test