E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় এসিড খেয়ে নারী স্বর্ণব্যবসায়ীর আত্মহত্যা

২০১৪ এপ্রিল ০৮ ১৮:৩০:৩৭
নওগাঁয় এসিড খেয়ে নারী স্বর্ণব্যবসায়ীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি : পরকীয়া প্রেমিকের দ্বারা অর্থনৈতিকভাবে প্রতারিত হয়ে অবশেষে সোনা গলানো এসিড খেয়ে আত্মহত্যা করলো নওগাঁ শহরের মেসার্স পোদ্দার স্বর্ণমহলের স্বত্বাধিকারী মাধবী পোদ্দার (৪০)। মঙ্গলবার সকালে সে তার নিজের সোনার কারখানায় গিয়ে বোতলে রক্ষিত এসিড খাওয়ার পর তার মুখ দিয়ে রক্ত ওঠে। প্রথমে তাকে নওগাঁ হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে বেলা সাড়ে ১১ টার দিকে সে মারা যায়।

স্থানীয় সূত্রগুলো জানায়, স্বর্ণ ব্যবসায়ী শিশির পোদ্দারের স্ত্রী ২ সন্তানের জননী মাধবী পোদ্দারের সঙ্গে দীর্ঘদিন থেকে শহরের শেরে বাংলা জুয়েলার্সের স্বত্বাধিকারী মুসলিম যুবক ২ সন্তানের জনক ফুয়াদ হোসেন পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। ইতোপূর্বে কয়েকবার তাদেরকে অভিভাবকরা মারধরও করে। এদিকে এই অবৈধ সম্পর্ককে পুঁজি করে ধুর্ত ফুয়াদ ব্যবসার নামে বিভিন্ন সময়ে সোনা ও চাঁদি এবং নগদ টাকাসহ প্রায় ২৫/৩০ লাখ টাকা হাতিয়ে নেয় বলে স্থানীয়রা জানায়। মাধবীর স্বামী শিশির পোদ্দার দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দোকানে ব্যবসা করেন। মাঝে মাঝে তিনি নওগাঁর বাসাতে আসেন। আর এই সুযোগে ফুয়াদ পরকীয়ার সম্পর্ককে পুঁজি করে ওই দোকানের অর্থ, সোনা-দানা হাতিয়ে নিতে থাকে ব্যবসার নামে। এনিয়ে মাধবীর স্বামীর সঙ্গে কিছুদিন ধরে তিক্ততাও চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে ফুয়াদের কাছে পাওনা টাকা চাইলে সে টালবাহানা করে বলে প্রতিবেশীরা জানায়। মঙ্গলবার সকালে উঠেই মাধবী তার ব্যবসায়িক কারখানায় গিয়ে এসিড পান করে। এদিকে ঘটনার পর থেকে ফুয়াদ গা-ঢাকা দিয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি সমীর কুমার সূত্রধর জানান, বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
(বিএম/এএস/এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test