E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার বিকেল থেকে  মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস বন্ধ

২০১৬ আগস্ট ১৮ ১৬:৩৭:০৮
বুধবার বিকেল থেকে  মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস বন্ধ

বাগেরহাট প্রতিনিধি :বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। এর ফলে বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে মংলা বন্দর ও আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে। প্রচন্ড বাতাসে বৈদ্যুতিক তার ছিড়ে বুধবার বিকেল ৩টা থেকে এখনও পর্যন্ত মংলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বন্দরে অবস্থান গম, সার, ক্লিংকার, কয়লাসহ ১২টি জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

দুযোর্গপূর্ণ আবহাওয়ায় সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠায় মাছ ধরতে যাওয়া জেলেরা ফিশিং ট্রলারসহ সুন্দরবনের দুবলার চরসহ আশপাশের নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দুবলা ফিসারম্যান গ্রুপ। এছাড়া নিম্নচাপের প্রভাবে মংলা, শরণখোলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ আশপাশের এলাকা স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হয়ে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

(এসএকে/এস/আগস্ট১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test