E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপাল বিদ্যুৎ প্রকল্প : সমীক্ষা প্রতিবেদন প্রকাশ

২০১৬ আগস্ট ১৮ ১৭:১৮:১৬
রামপাল বিদ্যুৎ প্রকল্প : সমীক্ষা প্রতিবেদন প্রকাশ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের মধ্যদিয়ে পশুর নৌপথে রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রি সুপার তাপ বিদ্যুৎ প্রকল্পের কয়লা পরিবহণ করলে বনের জীববৈচিত্র্যে ও বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ৬ প্রজাতির ডলফিনের ক্ষতির আশংকা করা হয়েছে দীর্ঘ সমীক্ষা শেষে প্রকাশিত প্রতিবেদনে।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানী লি: (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

অনুষ্ঠানে সমীক্ষা রিপোর্ট উপস্থাপন করেন বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানী লি: এর ম্যানেজিং ডিরেক্টর উজ্জল ভট্টাচার্য ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসর ডিইডি মালেক খান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় এমপি তালুকদার আব্দুল খালেক ও মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামালসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ সমীক্ষা শেষে প্রকাশিত প্রতিবেদনে সুন্দরবনের মধ্যদিয়ে কয়লা পরিবহণের জন্য ৩টি নৌপথ ব্যবহার ও ১৩টি নির্দেশনার মেনে চলার সুপারিশ করা হয়েছে। নৌপথ ৩টি হলো পশুর নৌপথ : ফেয়ারওয়ে থেকে হিরণপয়েন্ট-আকরাম পয়েন্ট-হাড়বাড়িয়া-মোংলা হয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র।

শেবসা নৌপথ : ফেয়ারওয়ে থেকে হিরণপয়েন্ট-আকরাম পয়েন্ট-চুনকুরি-চালনা হয়ে বিদ্যুৎ কেন্দ্র। মোংলা-ঘাষিয়াখালী নৌপথ : ফেয়ারওয়েবয়া থেকে বলেশ্বর-পানগুছি- ঘাষিয়াখালী-পশুর-মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। তিনটি ধাপে এই সমীক্ষালব্ধ সুপারিশ বাস্তবায়ন করা হবে।

প্রথমটি সুন্দরবনের মধ্যদিয়ে পশুর নৌপথে কয়লা পরিবহণে ওয়ার্ল্ড হ্যারিটেজ বনের জল ভাগে বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ৬ প্রজাতির ডলফিনের ক্ষতি হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যেরও ক্ষতির আশংকা করা হয়েছে সমীক্ষা প্রতিবেদনে।

(একে/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test