E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কর্ণফুলিতে টানেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

২০১৪ জুন ১০ ১৬:১৪:২২
‘কর্ণফুলিতে টানেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

গাজীপুর প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রামের কর্ণফুলি নদীতে টানেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দেশের অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত। চীনের আর্থিক সহায়তায় সেই কর্ণফুলি টানেল নির্মাণকাজ আমরা শুরু করতে পারব। সোমবার চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চিনের বেইজিংয়ে এটি স্বাক্ষরিত হয়। চীনের সাংহাইয়ের মত নদীর দুই পাড়ে দুইটি শহর হবে। এটি আমাদের জাতীয় অর্থনীতিকে ব্যাপক সমৃদ্ধ করবে।’

মঙ্গলবার সকালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গাজীপুরে এক র‌্যালিতে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সামাজিক আন্দোলনকে বেছে নেওয়া হয়েছে। যানজট হচ্ছে জাতীয় সমস্যা, দুর্ঘটনা হচ্ছে জাতীয় দুর্ভাবনা। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই নাগরিক দায়িত্ব। এই আন্দোলন একদিনের জন্য নয়। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সব এলাকায় সচেতনতা সৃষ্টি করা হবে। এ কার্যক্রম প্রথমে ঢাকা ও আশাপাশ এবং পর্যায়ক্রমে সারা দেশে।’

এসময়ে তার সঙ্গে ছিল, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন অভিনেতা শিমুল, অভিনেত্রী হিমু প্রমুখ।
সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘সড়ক দুর্ঘটনা একটি সামাজিক সমস্যা। প্রতিটি দুর্ঘটনা শুধুযে কিছু মানুষের জীবন যাচ্ছে তাই নয়, দুর্ঘটনাকে কেন্দ্র করে যে ভাঙচুর, সামাজিক অস্থিরতা দেখা দেয়। এ ব্যাপারে সরকারের সঙ্গে আমরা নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠন দল মতের উর্ধ্বে থেকে কাজ করবে।’
(ওএস/এএস/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test