E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় বিজিবি‘র অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক

২০১৪ জুন ১০ ১৬:৩৫:৫৪
কুমিল্লায় বিজিবি‘র অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক

কুমিল্লা প্রতিনিধি : বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক, বাংলাদেশী ইলিশ মাছ, ভারতীয় শাড়ি, জিরা, তালা, শুটকি আটক করা হয়।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের শিবেরবাজার বিওপির দায়িত্বপুর্ণ সাহেবের টিলা এলাকায় নায়েব সুবেদার মো. আনছার আলীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৯৯ বোতল হুইস্কি আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ আটচল্লিশ হাজার ষোল পাঁচশত টাকা। এছাড়াও চৌদ্দগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ নবাবপুর এলাকায় সুবেদার মো. আব্দুস ছালাম এর নেতৃত্বে একটি মিনি পিকআপসহ ১২৮ কেজি বাংলাদেশী ইলিশ মাছ ভারতে পাচার হওয়ার প্রাক্কালে আটক করে। যার আনুমানিক মূল্য ১১,৬৫,২০০/- টাকা। বিবিরবাজার এর গোলাবাড়ী হতে অন্য আরেকটি টহল হাবিলদার মো. ইকবাল এর নেতৃত্বে গোলাবাড়ী বেরীবাধ হতে ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল ০২ বোতল বিয়ার আটক করে। অন্যদিকে ব্যাটালিয়নের দায়িত্বপুর্ণ অন্যান্য বিওপির এলাকায় একাধিক টহল পরিচালনা করে ভরতীয় হুইস্কি-৪৭ বোতল, ভারতীয় শাড়ি-৩০ পিছ, ভারতীয় জিরা-১৮০ কেজি, ভারতীয় তালা-৪৩৭ টি, শুটকি-৪২ কেজি, আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল ও মাদকদ্রব্যর সর্বমোট আনুমানিক মুল্য ১৮,১৯,৭৮৪/- (আটারো লক্ষ উনিশ হাজার সাতশত চুরাষি) টাকা। আটককৃত মালামাল ও মাদকদ্রব্য কুমিল্লা কাস্টমস্/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

(এইচকেজে/এএস/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test