E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মহাসিন বাহিনীর হাতে জিম্মি এলাকাবাসি 

২০১৬ আগস্ট ১৯ ১৮:৪৭:৪৩
বাগেরহাটে মহাসিন বাহিনীর হাতে জিম্মি এলাকাবাসি 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের মহাসিন ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে এলাকাবাসি জিম্মি হয়ে পড়েছে। এ বাহিনীর অত্যাচার, নির্যাতন, বাড়ি ঘর দখলে অতিষ্ট হয়ে বিচারের আশায় অবশেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসি।

শুক্রবার দুপুরে মহাসিন ও তার সন্ত্রসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসির পক্ষে শাহাজান শেখ এমনই অভিযোগ করেন। এসময় তার সাথে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই এলাকার শাহাজান শেখ বলেন, কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের আবু মীরের ছেলে সন্ত্রাসী মহাসিন তার সেকেন্ডইন কমান্ডখ্যাত সিরাজুল ইসলাম এবং তাদের বাহিনী কুনিয়া গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রামের সাধারণ মানুষের ঘর-বাড়ি দখল, জমির ধান কেটে নেয়াসহ সাধারণ মানুষের গাছপালা কেটে বিক্র করা এ বাহিনীর নিত্র দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যপারে থানা পুলিশ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। মহাসিন ওরফে এমডি বেলাল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাসী ও মারপিটের প্রায় ২০টি মামলা হলেও সুচতুর মহাসিন অনৈতিক সুবিধার মাধ্যমে থানা পুলিশ ম্যানেজ করে পার পেয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে কেউ মামলা করলে মামলা তুলে না নেয়া পর্যন্ত মহাসিন বাহিনী দ্বারা তাদের হামলার শিকার হতে হচ্ছে। তার বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না নারী-শিশুসহ বৃদ্ধা পর্যন্ত।

শাসকদলের আশ্রিত এই সন্ত্রাসী বাহিনী প্রধান মহাসিন বিভিন্ন মামলায় একাধিকবার জেলে গেলেও জেল থেকে বেড়িয়ে পুনরায় আবার তার বাহিনী নিয়ে চাঁদাবাসি ও ঘের-বাড়ী দখলসহ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ৩ মাসের সাজা প্রদান করলেও মহাসিন আদালতের মাধ্যমে জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে এলাবাসির উপর আবারো নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয় তার খ্যাতি ও জস এলাকায় প্রচার পাওয়ার পর একের পর এক তার পান্ডা বাহিনীর অপকর্ম আরো বৃদ্ধি পেয়েছে। যদি তার বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খোলে তাহলে সেই অভিযোগকারীর ভাগ্যেই জোটে মারপিট, মিথ্যা মামলা-হামলাসহ অত্যাচার নির্যাতন।

সংবাদ সম্মেলনে মহাসিন বাহিনীর নির্যাতনের শিকার এলাকাবাসি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে মহাসিন বাহিনীর হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

(একে/এএস/আগস্ট ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test