E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে যৌন উত্তেজক ঔষধের ছড়াছড়ি

২০১৬ আগস্ট ২০ ১৪:৩৫:২৪
হালুয়াঘাটে যৌন উত্তেজক ঔষধের ছড়াছড়ি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ আনাচে-কানাচে যৌন উত্তেজক ঔষধের ছড়াছড়ি হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন বাহারি রঙের ট্যাবলেট। নারী-পুরুষের গোপন ও কঠিন যৌন রোগের সমাধান নিমিষেই। এ সমস্ত প্রলোভন দেখিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সর্ব সাধারণের নিকট থেকে যৌন উত্তেজক ট্যাবলেট দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ কতিপয় অসাধু কিছু ঔষধ ব্যবসায়ী, গ্রাম্য হাতুড়ে ডাক্তার ও নামধারী কবিরাজ।

যৌন উত্তেজক ঔষধের নামে পৌর শহর সহ ধারা, নাগলা, বাঘাইতলা, সূর্যপুর, শাকুয়াই ও ধুরাইল বাজার সহ বিভিন্ন পয়েন্টে মানবদেহের জন্য ক্ষতিকর এমন জাতীয় যৌন উত্তেজক ঔষধ সাধারণ জনগণের হাতে তুলে দিচ্ছে অসাধু বিক্রেতারা। পসরা সাজিয়ে মাইকিংয়ের মাধ্যমে মুখরোচক বক্তব্য সহ বিভিন্ন প্রকারের উত্তেজক ছবি প্রদর্শন করে সাধারণ জনগণকে আকৃষ্ট করে। যৌন উত্তেজক ঔষধ সেবনের ফলে হার্ট, কিডনি, ডায়বেটিস সহ নানাবিধ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে জনসাধারণ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন পয়েন্টে ও গুরুত্বপূর্ণ বাজার সমূহে ঔষধ ব্যবসায়ী ও গ্রাম্য হাতুড়ে ডাক্তারদের মধ্যে যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রির হিড়িক অল্প টাকায় অধিক মুনাফা হওয়ায়। ঔষধ বিক্রি করতে ডাক্তারের প্রেসক্রিপশান কিংবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের প্রয়োজন হয় না। প্রতিদিন প্রতারিত হচ্ছেন উপজেলার হাজারো জনসাধারণ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ এম এ কাদের এ প্রতিবেদক কে জানায়, বাজারে প্রায় ১৫০ টি কোম্পানীর যৌন উত্তেজক ঔষধ বিক্রি হচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশান ব্যতীত এ সমস্ত ঔষধ সেবন করা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সরূপ। উচ্চ রক্তচাপ, ডায়োবেটিস, ক্যান্সার সহ কঠিন রোগের বিস্তার ঘটে মানবদেহে। ঔষধ প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে তিনি এ বিষয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না বলে জানান।

স্থানীয় সুধীমহলের বক্তব্য এ সমস্ত ঔষধ বাজার থেকে নির্মূল করতে ও হাতুড়ে ডাক্তার ও কবিরাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানায়।













(জেসিজি/এস/আগস্ট ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test