E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বৃক্ষমেলায় গাছের চারার ক্রেতা নেই!

২০১৬ আগস্ট ২০ ১৮:১৭:৪৩
নওগাঁর বৃক্ষমেলায় গাছের চারার ক্রেতা নেই!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বৃক্ষমেলায় চারা বেচা-কেনার তেমন তোড়জোর না থাকলেও এবার সেখানে জিলেপি, লাড্ডু, ফুচকা-চটপটি, বিরানী এবং নারীদের চুড়ি-ফিতা, শিশুদের বেলুন, হাতি-ঘোড়া আর নাগরদোলা পাশাপাশি মোবাইল ও সিম কার্ডের দোকান মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেগুলো বৃক্ষ মেলার সঙ্গে কোন ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে নওগাঁর বৃক্ষমেলা এখন সম্পূর্ণ একটি গ্রামীণ মেলায় পরিনত হয়েছে।

জানা গেছে, এবারের বৃক্ষমেলায় লক্ষ্যভ্রষ্ট এবং শ্রীহীনভাবে এসব অনাকাঙ্খিত দোকান-পাট বসবে, এমনটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৃক্ষমেলার প্রস্তুতিসভায় কোন আলোচনা হয়নি। কিন্তু বর্তমানে এসব দোকান-পাটের প্রাধান্য দেখে স্বাভাবিকভাবেই সচেতনমহলের প্রশ্ন, কার নির্দেশে দোকানগুলো বসলো? এসব দোকান থেকে টোল আদায়ই করছে কে?

নওগাঁ নওজোয়ান মাঠের বৃক্ষমেলার প্রবেশ মুখে প্রধান সড়কের গা ঘেঁসে বসানো হয়েছে দু’টি বড় জিলেপি আর মিষ্টির দোকান। রাস্তার ধুলাবালি পড়ছে সেসব খাবারের ওপর। প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের। এই যানজটের প্রভাব পড়ছে সংলগ্ন মুক্তির মোড়ে। এই সব কিছুই চলছে কর্তৃপক্ষের নাকের ডগায়।

অবস্থাদৃষ্টে মনে হয় এসব দেখার কেউ নেই। মেলায় গাছের চারা বিক্রি নেই বললেই চলে। এই চারা বিক্রি না থাকায় সংশ্লিষ্ট নার্সারী মালিকরা হতাশ হয়ে পড়েছেন। মেলায় চারা গাছ বিক্রেতা ও নার্সারী মালিক সমিতির সাধারন সম্পাদক চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে ভবিষ্যতে আমরা এমন বৃক্ষমেলায় অংশ গ্রহন করবনা।

মেলায় এসব অনাকাঙ্খিত দোকান-পাট সম্পর্কে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলেন, মেলা কর্তৃপক্ষ ও আয়োজকরা এব্যাপারে সহায়তা চাইলে পুলিশ এসব দোকানপাট সরিয়ে দেবে।

(বিএম/এএস/আগস্ট ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test