E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

২০১৬ আগস্ট ২০ ২১:২৮:০৮
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি :শনিবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী সমন্বয় পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী রমনীদের নৃত্যানুষ্ঠান। সব কিছু মিলিয়ে সেখানে এক মনোরম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আদিবাসী সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই পারেন এদেশের আদিবাসীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। দেশের উন্নয়নের জন্য প্রতিটি স্থানে আদিবাসীদের স্থান রয়েছে। বর্তমান সরকার চাকরির কোটা ১০ শতাংশ, আদিবাসী বৃত্তি, দুঃস্থ আদিবাসী পরিবারের এককালিন অনুদানসহ বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিষদ মনি টপ্প্যর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আদিবাসী সমন্বয় পরিষদের উপদেষ্টা আলহাজ্ব এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবেদ হোসেন মিলন প্রমুখ।

সভার শুরুতে আদিবাসী রমনীরা তাদের নিজস্ব সংস্কৃতিতে নেচে-গেয়ে সেখানকার পরিবেশ এক উৎসবমুখর করে তোলে। প্রধান অতিথিসহ উপস্থিত সকলে এই মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণভরে উপভোগ করে।

(বিএম/এস/আগস্ট ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test