E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে পন্য ওঠানামা বন্ধ

২০১৬ আগস্ট ২১ ২১:১৩:৪৮
মংলা বন্দরে পন্য ওঠানামা বন্ধ


শেখ আহ্সানুল করিম, বাগেরহাট : রবিবার দিনভর ঝড়ো হওয়ার সাথে ভালি বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলসহ বাগেরহাট শহরের অধিকাংশ সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে। নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জনদুর্ভোগের পাশাপাশি কয়েক হাজার চিংড়ী ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ধানের বীজতলা ও পানসহ ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ।


অন্যদিকে ঝড়ো হওয়ার কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধরা ট্রলার সমূহ সুন্দরবনের ছোট নদী-খালসহ উপকূলের মৎস্য বন্দরগুলো আশ্রয় নিয়েছে। সকাল থেকেই মংলা বন্দরে পন্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে।

দিনভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধায় বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়, পিসি কলেজ, হাড়িখালী, মেইন রোড, সাধনার মোড়, রাহাতের মোড়, থানার মোড়, কাজী নজরুল ইসলাম রোড়, পুরাতন বাজার, রেলরোড়, দাসপাড়ার মোড়, বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া ও স্টেডিয়ামের পিছনের এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার সড়কসহ অধিকাংশ বাসাবাড়ীর নিচতলা হাটু পানিতে প্লাবিত হয়ে সাধারণের জনদূর্ভোগ বেড়েছে।

জেলার সব নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মংলা, রামপল, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা এলাকার কয়েক হাজার চিংড়ী ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। সকাল থেকেই বাগেরহাট শহরে বিদুঃ সরবরাহ বন্ধ রয়েছ। মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আদুস সালাম জানিয়েছেন, বর্তমানে বন্দরে সাতটি জাহাজ থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সকার থেকেই পন্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, ঝড়ো হওয়ার কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় কয়েক শত মাছ ধরা ট্রলার সুন্দরবনের ছোট নদী-খালে আশ্রয় নিয়েছে। সুন্দরবনের উপর দিয়ে দিনভর ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আফতাব উদ্দিন বাগেরহাটে জলাবদ্ধতায় ধানের বীজতলা ও পানসহ ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন।

সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে জেলার দূর্যোগ প্রস্তুতির জরুরী সভায় নিম্নাঞ্চল থেকে জলাবদ্ধ লোকজনকে দ্রুত উদ্ধার ও রির্পোট দিতে উপজেলা নিবার্হী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছেন।










(এসএকে/এস/আগস্ট২১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test