E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

২০১৬ আগস্ট ২২ ১৮:৪৬:৩২
গৌরীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ৪৫তম আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে জয়-পরাজয়কে কেন্দ্র করে নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের খেলায়াড়, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য ও নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে হামলা-ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনায় প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় সোমবার অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, রবিবার খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। সন্ধ্যার পর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ট্রাইব্রেকারে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পর খেলোয়াড়, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের ওপর পরাজিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালায়।

এরপর তারা প্রায় ১ ঘন্টা প্যাভিলিয়নে অবরুদ্ধ ছিলেন। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসার পর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা আবারও বিদ্যালয়ে এসে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রহমত উল্লাহ, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, খেলোয়াড় সোহেল রানা, মাসুদ মিয়া, আকাশ, ফারুক আহমেদ, শিমুল মিয়া, ইমরান হোসেনসহ ২০জন আহত হয়।

খেলার মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার বিষয়টি স্বীকার করে খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অবরুদ্ধ খেলোয়াড়দের উদ্ধার করে নিরাপদে বিদ্যালয়ে পাঠানো হয়েছে। তবে ওই বিদ্যালয়ে হামলার অভিযোগ শুনেছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম জানান, নুরুল আমিন খান উচ্চ বিদালয়ের একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে। আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল মালেক বলেন, বিদ্যালয়ের খেলোয়াড়রা এ ঘটনায় জড়িত নয়, বহিরাগত কিছু উশৃঙ্খল ছেলে এ কাজ করেছে, বিদ্যালয়ের যারা জড়িত তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ রির্পোট পাঠানো পর্যন্ত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান এবং কর্মকর্তাদের নিয়ে নিষ্পত্তির বৈঠক চলছিল।

(এসআইএম/এএস/আগস্ট ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test