E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে তিতাসের এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

২০১৬ আগস্ট ২৩ ১৮:৫৫:২৫
গাজীপুরে তিতাসের এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার অভিযান চালিয়ে প্রায় চার কিলোমিটার গ্যাস লাইন অপসারণ ও ১ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী। মঙ্গলবার দিনব্যাপি তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ও গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তার এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সদরের ছোট দেওরা, ভোড়া ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ছোট দেওরা এলাকায় প্রায় ৫’শ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরে ভোড়া ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে ৫’শ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহার কারীরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

(আরএইচ/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test