E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাবের পানি খেয়ে একই পরিবারের তিনজন অসুস্থ

২০১৪ জুন ১১ ০৮:৩০:১৯
ডাবের পানি খেয়ে একই পরিবারের তিনজন অসুস্থ

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ডাবের পানি খেয়ে একই পরিবারের দুই শিশুসহ গৃহকর্মী অসুস্থ হয়েছেন। তারা এখন ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিৎসাধীন।

মঙ্গলবার দিবাগত রাত ৮টায় ডাবের পানি খেলে তারা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থরা হলেন- মাহিদ হাসান (৯) ও নাহিদ হাসান (৭) তারা ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বাসার কাজের মেয়ে রত্না (১২)।

শিশুদের বাবা আলমগীর হোসেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা। মা আবিদা সুলতানা গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা।

তারা জানান, প্রতিদিনের মত অফিস শেষে গুলশান থেকে ৫০ টাকা দিয়ে দুটি ডাব কিনে বাড়ি ফিরেন। রাত আটটার দিকে বাসায় ফিরলে একটি ডাব মাহিন ও নাহিদ দুইভাইসহ বাসার কাজের মেয়ে রত্না (১২) পান করেন। এর কিছুক্ষণ পরেই তিনজন ধীরে ধীরে অচেতন হয়ে যান। প্রথমে তাদেরকে বনশ্রী ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এখানেই তিনজন চিকিৎসাধীন।

এদিকে তাদের বিষয়ে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ২৪ ঘণ্টা অতিবাহিত না হলে তাদের সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

(ওএস/এইচআর/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test