E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় কোষ্টগার্ডের জমি অধিগ্রহন সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

২০১৬ আগস্ট ২৯ ১৮:০৭:৫৪
কলাপাড়ায় কোষ্টগার্ডের জমি অধিগ্রহন সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালি) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় কোষ্টগার্ডের জমি অধিগ্রহনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত নারী-পুরুষ।

সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, প্রভাষক মঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা,সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বসতি এলাকা এবং তিন ফসলী কৃষিজমি বাদ দিয়ে অদুরেই নাল জমি রয়েছে তা অধিগ্রহণ করা হোক। মানববন্ধনে অংশ নেয়া একাধিক গৃহবধু ও কৃষকরা জানান, আমাদের কৃষি জমিতে আমন চারা রোপন করতে বাধার সৃষ্টি করে আসছে। যার প্রতিবাদে তারা মানববন্ধনে এসছেন। তারা তাদের বসতবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

(এমকেআর/এএস/আগস্ট ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test