E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু ইমন হত্যা মামলায় বাবা ও সৎ মায়ের ফাঁসি

২০১৬ আগস্ট ৩১ ১৬:৪১:২১
শিশু ইমন হত্যা মামলায় বাবা ও সৎ মায়ের ফাঁসি

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শিশু ইমন (৭) হত্যা মামলায় বাবা ও সৎ মায়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের আদালত এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন ইমনের বাবা এমদাদুল হক ও সৎমা নাহিদা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে ইমদাদুল হক মিলন তার প্রথম স্ত্রী কুলসুম বেগমকে তালাক দেন। প্রথম স্ত্রী ছেলে ইয়াসির আরাফাত ইমনকে নিয়ে তিনি দ্বিতীয় স্ত্রী নাহিদার সঙ্গে বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে বসবাস করতেন।

গত বছরের ২৭ আগস্ট ইমনকে হত্যা করে নাহিদা । পরে ইমদাদুল ও নাহিদা লাশ গুম করার চেষ্টা করেন। এ ঘটনায় ইমনের মা কুলসুম বেগম বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন।

পরে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ইমনের বাবা এবং সৎ মাকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার সময় ইমনের বাবা আদালতে উপস্থিত ছিলেন। নাহিদা পলাতক রয়েছেন।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test