E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থ আত্মসাৎ মামলা

ডেসটিনির ‍বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

২০১৪ জুন ১১ ১১:৫৬:৩৮
ডেসটিনির ‍বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ডেস্ক রিপোর্ট : ডেসটিনির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের প্রতি বুধবার গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক বুধবার বেলা সাড়ে ১১টায় অভিযোগপত্র আমলে নেন।

পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন ১০ আগস্টের জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ এক হাজার ১৮২ টাকা আত্মসাৎ ও পাচারের দায়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে ৪ মে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সিনিয়র সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর সিএমএম কোর্টে এ চার্জশিট দাখিল করেন।

দুদক জানায়, ডেসটিনির বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় মোট ৬৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৪ জন উভয় মামলার আসামি হিসেবে রয়েছেন। অন্যদিকে দায়িত্বে অবহেলার কারণে সমবায় অধিদফতরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা ৩২ নম্বর মামলায় ১২ জনকে আসামি করা হয়। তদন্তে আরও ৭ জনের নাম আসামির তালিকায় যুক্ত হয়েছে। এ মামলায় দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা পাচারের দায়ে চার্জশিট দাখিল করা হয়।

এ মামলায় আসামিরা হলেন- ডিটিপিএল এবং ডি২কে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীন, ডিটিপিএল’র চেয়ারম্যান এবং ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) এম হারুন-আর-রশিদ, ডি২কে’র চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ডেসটিনি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হক (ডেসটিনি-২০০০ লি. এর প্রাক্তন পরিচালক ও ডিএমডি), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ-উর-রহমান (ডেসটিনি-২০০০ লি. এর প্রাক্তন পরিচালক), ভাইস প্রেসিডেন্ট মো. মেজবাহ উদ্দিন (প্রাক্তন পরিচালক), ডি২কে পরিচালক সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, মিসেস ফারহা দিবা, মিসেস জামশেদ আরা চৌধুরী, গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান (প্রাক্তন পরিচালক ডেসটিনি-২০০০ লি.), ভাইস প্রেসিডেন্ট নেপাল চন্দ্র বিশ্বাস (ডেসটিনি-২০০০ লি. এর প্রাক্তন পরিচালক), ডেসটিনি-২০০০ লি. এর শেয়ার হোল্ডার ও পিএইডি এক্সিকিউটিভ জসিমউদ্দিন ভুইয়া, ডেসটিনি-২০০০ লি. এর শেয়ার হোল্ডার ও ডায়মন্ড এক্সিকিউটিভ জাকির হোসেন, এসএম আহসানুল কবির, জুবায়ের সোহেল, মোসাদ্দেক আলী খান, আব্দুল মান্নান, ডেসটিনি-২০০০ লি. এর শেয়ার হোল্ডার ও ক্রাউন এক্সিকিউটিভ আবুল কালাম আজাদ।

অন্যদিকে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দায়েরকৃত ৩৩ নম্বর মামলায় ২২ জনকে আসামি করা হয়। তদন্তে আরও ২৪ জনের নাম আসামির তালিকায় যুক্ত হয়েছে। এ মামলায় এক হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৯৫৫ টাকা পাচারের দায়ে চার্জশিট দাখিল করে কমিশন।

এ মামলায় আসামিরা হলেন- ডেসটিনি-২০০০ লি. এর এমডি ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সভাপতি মোহাম্মদ রফিকুল আমীন, ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জে. (অব.) এম হারুন-আর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, প্রাক্তন ডিএমডি মোহাম্মদ গোফরানুল হক, প্রাক্তন পরিচালক মোহাম্মদ সাঈদ-উর-রহমান, মো. মেজবাহ উদ্দিন (ন্বপন), ডেসটিনি-২০০০ লি. এর পরিচালক সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, মিসেস ফারহা দিবা, মিসেস জামশেদ আরা চৌধুরী, প্রাক্তন পরিচালক ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, ডিএমসিএসএল’র প্রাক্তন সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রাক্তন যুগ্ম-সম্পাদক আজাদ রহমান, প্রাক্তন কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন সুমন, ডিএমসিএসএল’র প্রাক্তন সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাইদুল ইসলাম খান (রুবেল), মো. সুমন আলী খান, মিসেস শিরীন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ডায়মন্ড বিল্ডার্স লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রুপের পরিচালক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, বেস্ট এভিয়েশন লি. এর প্রাক্তন চেয়ারম্যান ড. এম হায়দারুজ্জামান, উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রাক্তন হেড অব ফিন্যান্স কাজী মো. ফজলুল করিম, প্রাক্তন সহকারী জেনারেল ম্যানেজার মোল্লা আল আমিন, ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক মো. শফিউল ইসলাম, এক্সিকিউটিভ মো. জিয়াউল হক মোল্লা, প্রাক্তন ম্যানেজার সিকদার কবিরুল ইসলাম, এক্সিকিউটিভ মো. ফিরোজ আলম, মমতাজ এন্টারপ্রাইজ ও গোল্ডেন লাইন অ্যাসোসিয়েটস এর মালিক ওমর ফারুক, ডেসটিনি গ্রুপের কন্ট্রোলার সুনীল বরন কর্মকার, ডেমটিনি এয়ার সিস্টেমস লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আকতার, ডেসটিনি নিহাজ জুট স্পিনার্স লি. এর চেয়ারম্যান এস সহিদুজ্জামান চয়ন, ডায়মন্ড বিল্ডার্স এর চেয়ারম্যান আব্দুর রহমান তপন, ডিএমসিএসএল’র সহ-সভাপতি মেজর (অব.) সাকিবুজ্জামান খান, সম্পাদক এসএম আহসানুল কবির (বিপ্লব), প্রাক্তন কোষাধ্যক্ষ এএইচএম আতাউর রহমান রেজা, সদস্য গোলাম কিবরিয়া (মিল্টন), মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, ডেসটিনি-২০০০ লি. এর ডায়মন্ড এক্সিকিউটিভ মিসেস জেসমিন আক্তার (মিলন) এবং ডেসটিনি গ্রুপের অ্যাডভাইসর মো. শফিকুল হক।


(ওএস/এইচআর/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test