E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে নৈশ কোচের চাপায় ইপিজেডের দুই শ্রমিক নিহত

২০১৬ সেপ্টেম্বর ০৬ ১৬:০০:৫৬
নীলফামারীতে নৈশ কোচের চাপায় ইপিজেডের দুই শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে নীলফামারী- সৈয়দপুর সড়কের দারোয়ানী ট্রেক্সটাইল মিলগেটের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জেলা শহরের লোকাল বাসষ্ট্যান্ড কলোনী মহল্লার কামাল আনসারীর ছেলে আফজাল হোসেন (৩০), দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গোয়ালপাড়া গ্রামের জয়হরি কান্ত রায়ের ছেলে ধরনী কান্ত রায়(২২)। আহত ব্যাক্তি হলো জেলা সদরের টুপামারী গ্রামের বাহাদুর চন্দ্র রায়ের ছেলে বিশ্বনাথ (৩০)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় উক্ত তিন ব্যাক্তি নীলফামারী উত্তরা ইপিজেডের শ্রমিক। তারা সকালে পৃথক বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এ সময় ঢাকা হতে ছেড়ে আসা নৈশ্য কোচ শাকিল দ্রুতি (ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩) বিপরিত দিক হতে নীলফামারী আসছিল। নৈশ্য কোচটি একটি আটোকে সাইড দিতে গিয়ে বাইসাইকেল আরোহী উক্ত তিনজনকে চাপা দেয়। এলাকাবাসী ধাওয়া করে কোচটি আটক করলেও পালিয়ে যায় চালক।

এ সময় আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তিনজনকে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সৈয়দপুর নামকস্থানে মারা যায় আফজাল হোসেন। আর রংপুরে পৌছার পর মারা যায় ধরনী কান্ত রায়। আহত বিশ্বনাথকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(এসআই/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test