E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

২০১৬ সেপ্টেম্বর ০৭ ১৫:০০:১৪
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

সুমন ঘোষ, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়ক এলাকায় মঙ্গলবার গভীর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত দেখা দেয় তীব্র যানজট। থেমে থেমে চলছে গাড়ি। দীর্ঘ ৮ ঘন্টা পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। যানজটে আটকা পড়ে দূর্ভোগ পোহাতে ঢাকা-উত্তরবঙ্গমুখী যাত্রীদের।

টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে।

কোরবানির মৌসুমের কারণে উত্তরবঙ্গ থেকে গরুভর্তি ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। তাই এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু এলাকা হতে ঢাকার দিকে তীব্র এই যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। টাঙ্গাইলের পরিদর্শক এশরাজুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্র্জ জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘসময় যানজট থাকার পর এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে।

(এসজি/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test