E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদ উপলক্ষে মাগুরায় ৩৬ হাজার পরিবারকে চাল বিতরণ

২০১৬ সেপ্টেম্বর ০৮ ১৬:৫৮:০৪
ঈদ উপলক্ষে মাগুরায় ৩৬ হাজার পরিবারকে চাল বিতরণ

মাগুরা প্রতিনিধি : আসন্ন ঈদ উল আযহা-২০১৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাগুরায় আজ থেকে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে । এ বছর জেলায় ৩৬হাজার ৬শ ৪০টি পরিবার বিনামূল্যে ১০কেজি করে চাল পাচ্ছেন। এ বছর জেলায় সর্বমোট ৩শ৬৬ মেট্রিকটন ৪শ কেজি চাল বিতরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়ন ও হাজিপুর ইউনিয়নে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, সদর উপজেলা পিআইও মো: নুরুজ্জামান, হাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোহজারুল হক আখরোট, আঠারখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাসসহ অন্যরা।

ঈদ উল আযহা উপলক্ষে মাগুরা সদরে ৯ হাজার ৫৬৩জন, পৌরসভায় ৪ হাজার ৬২১জন, মহম্মদপুরে ১১হাজার ৯৪৭জন, শালিখায় ১ হাজার ১৫১জন ও শ্রীপুর উপজেলায় ৯হাজার ৩৫৮জন দুঃস্থ অসহায়ের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ উপস্থিত দুস্থ্য ও অসহায় পরিবারগুলির সদস্যদের নিয়ে সুন্দরভাবে আগামী ঈদ উদযাপনের আশা প্রকাশ করেন। তিনি অসহায় মানুষের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সকলকে শিশুদের স্কুলে পাঠানো, বাল্য বিবাহ প্রতিরোধ, গাছ লাগানো, একে অন্যের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখানো ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ সকলকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলে এ বিষয়গুলি সবাই মেনে চললেই দেশ সুন্দরভাবে চলবে। একটি সুখি সুন্দর ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়তে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test