E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে খাসজমি বন্দোবস্তসহ ভূমি কর্মকর্তাদের হয়রানি বন্ধে মানববন্ধন

২০১৪ জুন ১১ ১৬:০৪:৩৭
নাটোরে খাসজমি বন্দোবস্তসহ ভূমি কর্মকর্তাদের হয়রানি বন্ধে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : খাসজমি বন্দোবস্ত সহ ভুমি কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবীতে বুধবার নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুমিহীন নারী-পুরুষরা। জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার কয়েক’শ ভুমিহীন নারী-পুরুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নাটোর ডিসি অফিস চত্বরে অবস্থান নিয়ে মিছিল ও মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এনজিও কর্মী ফেরদৌস ফারুকী, অ্যাডভোকেট খোরশেদ আলী, আদিবাসী নেতা বিমল কর্মকার, ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আলী, জাকির হোসেন, ভুমিহীন নেতা কালাম হোসেন, শ্রীমতি মালা রানী,প্রমুখ। বক্তারা বলেন, গত ৫/৬ বছর যাবৎ গুরুদাসপুরের নাজিরপুর হাটের জমিতে থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা অর্থের বিনিময়ে প্রভাবশালীদের লিজ দিচ্ছে। এমনকি আইন লংঘন করে সরকারী ওই খাস জমিতে পাকা দোতালা ঘর নির্মান করা হচ্ছে। ইতিপুর্বে নদী দখল করে গোডউন নির্মান করা হয়েছে। এবিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জানিয়েও কোন লাভ হয়নি। গুরুদাসপুর এলাকার প্রকৃত ভুমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত না দিয়ে অবৈধভাবে প্রভাবশালী জোরদারদের বন্দোবস্ত দেওয়া হয়েছে। অথচ ভুমিহীনরা গত ১০ বছর ধরে আবেদন করেও খাস জমি বন্দোবস্ত পায়নি। জমি দখলে থাকলেও দিনের পর দিন ধর্ণা ধরেও তারা জমি পাচ্ছে না। উপরোন্ত ভুমিহীনদের দখলে থাকা জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এসময় বক্তারা খাস জমিতে বসবাসরত সকল ভুমিহীনকে উচ্ছেদ না করে অগ্রাধিকার ভিত্তিতে খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবী জানান। মানববন্ধন শেষে তারা ১৪ দফা সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসক জাফর উল্লার কাছে পেশ করেন। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক জাফর উল্লাহ ভুমিহিনদের আশ্বস্ত করেন এবং দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।
(এমআর/এএস/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test