E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

২০১৪ জুন ১১ ১৬:৫৫:৩৫
চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার : চীন সফর নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ছয় দিনের সফর শেষে চীন থেকে প্রধানমন্ত্রীর ফেরার পর তার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী ছয় দিনের চীন সফর নিয়ে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করবেন। সেখানে সফরের বিভিন্ন সফলতার দিক তুলে ধরা হবে।

চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে তার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামও ছিলেন।

সফরকে শতভাগ সফল দাবি করে এইচ টি ইমাম বলেন, চীন সফর শতভাগ সফল হয়েছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন কর্মকাণ্ডে চীনের পূর্ণ সমর্থন রয়েছে। তারা এ সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ও স্থান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিস্তারিত জানানো হবে জানান তিনি।

এদিকে সফরের বিস্তারিত তুলে ধরতে একইদিন বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গত ৬ জুন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াঙের আমন্ত্রণে শেখ হাসিনা চীন সফরে যান।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

(ওএস/এটিআর/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test