E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তজাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে নারী পুলিশ সদস্যরা: স্পিকার

২০১৪ জুন ১১ ১৬:৫৯:৪৫
আন্তজাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে নারী পুলিশ সদস্যরা: স্পিকার

স্টাফ রিপোর্টার : সততা নিষ্ঠা ও যোগ্যতা দিয়ে নারী পুলিশ সদস্যরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সুনাম সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্যরা যে সুনাম অর্জন করেছে তা আমাদের জন্য একটি বিশাল অর্জন। আর এ জন্য আমরা পুলিশের নারী সদস্যদের নিয়ে গর্ববোধ করি বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী।

বুধবার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে দুই দিন ব্যাপী নারী পুলিশদের সংগঠন বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, পেশাদারিত্বের পাশাপাশি নারী নির্যাতন, ভিকটিম সাপোর্ট সেন্টারে নির্যাতিত নারীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নারী পুলিশ সদস্যরা।

বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালে দেশে প্রথম ১৪জন নারীকে পুলিশে নিয়োগ দেয়া হয়। ২০০৮ সালে তা ২ ভাগে দাঁড়ায়, বর্তমানে তা ৫.২৬ ভাগে উন্নীত হয়েছে।

তিনি বলেন,বর্তমানে নারী পুলিশ সদসদের জন্য অতিরিক্ত আইজিপি পদ তৈরি করা হয়েছে। আর এ জন্য তাদের দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান,পুলিশ সংস্কার প্রকল্পের প্রকল্প ম্যানেজার হ্যাক জি ইউং ও পুলিশ প্রধান হাসান মাহামুদ খন্দকার।

(ওএস/এটিঅার/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test