E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোবাইলে ভোটার নম্বর জানা যাবে

২০১৪ জুন ১১ ১৭:০৮:২৫
মোবাইলে ভোটার নম্বর জানা যাবে

স্টাফ রিপোর্টার : বরিশাল-৫ উপ-নির্বাচনে ভোটাররা তাদের ভোটার নম্বর ও কেন্দ্র মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। এজন্য একটি নির্দিষ্ট নম্বরে ভোটারকে তার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে মেসেজ পাঠাতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে Id লিখে স্পেস দেবেন। তারপর যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৭ ডিজিটের তারা সম্পূর্ণ লিখবেন আর যাদে জাতীয় পরিচয়পত্র নম্বর ১৩ ডিজিটের তারা জন্ম সাল লিখে তার পর নিজের পরিচয়পত্রের নম্বর লিখবেন। এরপর ২২৩৩ নম্বরে পাঠিয়ে দেবেন। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটারকে তার ভোটার নম্বর ও কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে।

আগামী ১৫ জুন এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেনন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত এমপি শওকত হোসেন হিরণের স্ত্রী বেগম জেবুন্নেছা আফরোজ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) প্রার্থী সাইফুল ইসলাম লিটন।

বরিশাল-৫ আসনটি ৩০টি ওয়ার্ড, ১টি উপজলা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। নির্বাচনে মোট ১৫৯টি ভোটকেন্দ্রের ৮১০টি ভোটকক্ষে মোট ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

(ওএস/এটিআর/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test