E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিশ্বের সর্ববৃহত দূর্গা পুজা মণ্ডপ

২০১৬ সেপ্টেম্বর ১৮ ১৯:১২:৫৯
বাগেরহাটে বিশ্বের সর্ববৃহত দূর্গা পুজা মণ্ডপ

বাগেরহাট প্রতিনিধি : বিশ্বের সর্ববৃহত শারদীয় দূর্গা পুজা মন্ডপ এবার তৈরি হয়েছে বাগেরহাটে। বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়িতে ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত সর্ববৃহত এই পুজা মন্ডপে থাকছে ৬০১টি দেবদেবীর প্রতিমা।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এই মন্ডপে একটানা ৫ মাস ধরে ভাষ্কর ও মৃৎশিল্পীরা নিপূন হাতে এসব দেবদেবীর প্রতিমা তৈরি করেছেন। বাঁশ ও খড়কুটোর ওপর মাটির প্রলেপ দিয়ে প্রতিমা ভাষ্কর ও মৃৎশিল্পীদের তৈরি করা শত-শত দেবদেবীর প্রতিমায় দিনরাত এখন রং তুলির কাজ করছেন শিল্পীরা। শারদীয় দূর্গোৎসবে দেশ বিদেশের সনাতন হিন্দুদের ধর্মীয় মূলবোধে বেশী-বেশী করে আকৃষ্ট করতে নিজ বাড়ীতে এবার বিশ্বের সর্ববৃহত দূর্গা পুজা মন্ডপ তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন, এটির আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার।

রবিবার সকালে সরেজমিনে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির বিশাল শারদীয় দূর্গা পুজা মন্ডপ ঘুরে দেখাগেছে, প্রতিমা ভাষ্কররা নিপূন হাতে রং-তুলির আঁচড়ে সুন্দর করে ফুটিয়ে তুলছেন, দশভূজা দেবী দুর্গাসহ শত-শত বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। বিশ্বের সর্ববৃহত শারদীয় দূগা পূজা মন্ডপের প্রধান প্রতিমা ভাষ্কর অচিন্ত মন্ডল বলেন, ‘গত বৈশাখ মাস থেকে ১৪ ভাষ্কর ও মৃৎশিল্পী ও শ্রমিকদের নিয়ে একটানা ৫ মাস ধরে কাজ করে দেবদেবীর ৬০১টি প্রতিমার নির্মান কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই শারদীয় দুর্গোৎসব শুরু হবে। সেই বিষয়টি মাথায় রেখে এখন শেষ মুর্হুতের রাতদিন ২৪ ঘন্টা রং তুলির কাজ চলছে। আমরা এবার হিন্দু ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের আকর্ষণের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমি এবার এত প্রতিমা তৈরি করতে পেরে নিজেকেই ধন্য মনে করছি।’

বিশ্বের সর্ববৃহত শারদীয় দূর্গা পুজা মন্ডপের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার বলেন, ‘কয়েক বছর ধরেই দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের মন জয় করতে এই দূর্গা মন্ডপে প্রতিমার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। গত বছর এই মন্ডপে ৪৫১টি দেবদেবীর প্রতিমা নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করা হয়েছিলো। এবার ৬০১টি প্রতিমা নিয়ে শারদীয় দূর্গা পুজা মন্ডপ তৈরি করা হয়েছে। আমার জানা মতে শুধু দেশই নয়- এটি প্রতিমার সংখ্যার দিয়ে বিশে^র সব থেকে বড় শারদীয় দূর্গা পূজা মন্ডপ। ধর্ম যার-যার,-উৎসব সবার’ জানিয়ে এই ব্যবসায়ী তার বাড়ীতে এবারও শারদীয় দূর্গোৎসবে শামিল হতে দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বী ও দর্শনার্থীসহ আমন্ত্রন জানান।’ মংলা- ঢাকা মহাসড়কের পাশে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির দূর্গা পুজা মন্ডপে প্রতি বছর শারদীয় উৎসবে দেশ বিদেশের লাখো মানুষের সমাগম ঘটে।

আগামী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে বাগেরহাট সদর উপজেলার শিকদার বাড়ি, নিমতলা ও কাড়াপাড়াসহ বিশাল মন্ডপগুলো ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় দূর্গা প্রতিমা নির্মানের কাজ এখন শেষের পথে। এদিকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতে, এবছর দেবী দূর্গা মহালয়ে আসছেন ঘোড়ায় চড়ে, আর যাবেনও ঘোড়ায় চড়ে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, দূর্গা প্রতিমা নির্মানকে ঘিরে ইতিমধ্যেই এজেলার সবকটি উপজেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার বাগেরহাট জেলার ৫শ' ৮৩টি মণ্ডপে দূর্গা প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিরা প্রতিটি দূর্গা প্রতিমা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে র্সাবিক সহয়াতা করছেন।

(একে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test