E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগর থানার ওসি প্রত্যাহার

২০১৬ সেপ্টেম্বর ১৯ ১৫:৩৯:০৬
শ্যামনগর থানার ওসি প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  এক আদেশে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

এনামুল হক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে শ্যামনগর থানায় যোগদান করেন গত বছরের ১২ মার্চ। এরপর থেকে নানা ঘটনায় তিনি আলোচিত হয়ে ওঠেন।

প্রসঙ্গত,গত ১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শম্পা রানী সরদারকে তার সহকর্মী ডা. আরিফুল ইষলাম পলাশের বাসা থেকে অসামাজিক কাজের অভিযোগে আটক করেন তিনি । এ সময় ওসি ডা. শম্পা ও ডা. পলাশকে আপত্তিকর অবস্থায় রেখে ছবিতে পোজ দিতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলেও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এসব নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক তীব্র সমালোচনার মুখে পড়েন।

ডা. শম্পা নির্দোষ এই দাবি করে তার বাবা শিক্ষক নগেন্দ্রনাথ সরকার এক সংবাদ সম্মেলন করে বলেন তার মেয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। গত ১৪ আগস্ট স্বাস্থ্য সমন্বয় কমিটির সভায় তিনি রাজনৈতিক হুমকির মুখে পড়েন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সে বিষয়টি কাজে লাগান বলে জানান তিনি। এরপর ২৮ আগস্ট শ্যামনগর হাসপাতালে একটি শিশু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডা. শম্পা ছাত্রলীগের কয়েক সদস্যের হাতে প্রহৃত হন। এ ঘটনার প্রতিবাদে বিএমএর আলটিমেটামে শম্পা রানীর দায়েরকৃত মামলায় শ্যামনগর কলেজ ছাত্রলীগের নেতা আবদুস সবুর , জয় মন্ডল ও রহমত গ্রেফতার হন।

এদিকে তাকে হয়রানিমূলকভাবে আটক , ছবিতে পোজ দিতে বাধ্য করা এবং থানায় নিয়ে যাবারও প্রতিবাদ জানায় বিএমএ। এরপর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ) খুলনা বিভাগীয় শাখা এবং সাতক্ষীরা জেলা বিএমএ ডা. শম্পাকে উদ্দেশ্যমূলকভাবে আটকের নিন্দা জানায়। রোববার এ দুটি সংগঠন খুলনা ও সাতক্ষীরায় পৃথক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এরপরই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একআদেশে তাকে প্রত্যাহার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে । এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার ভারপ্র্প্তা কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন আলির উপর।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test